আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জনসমর্থনে এগিয়ে কামরুল ইসলাম উজ্জল
- আপডেট টাইম : ০৬:৩৫:১২ পূর্বাহ্ণ, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ২৯০ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আগামী নির্বাচনকে ঘিরে বইছে ভোটের হাওয়া,চলছে উঠান বৈঠক ও প্রচার প্রচারনা।ইতিমধ্যে বেশকিছু পদপ্রার্থীর মতবিনিময় সভা করতে দেখা জায়।কামরুল ইসলাম উজ্জলের পক্ষে জনসমর্থন বহুগুনে এগিয়ে।জনগন প্রকাশ্যে বলছেন আমরা শত, নির্ভীক,নিষ্ঠাবান,গরিবের বন্ধু,নিপীড়িত জনতার আস্তার প্রতিক।তরুন উদীয়মান ব্যাক্তিত্ব কামরুল ইসলাম উজ্জলকে মেম্বার হিসাবে দেখতে চাই। ভোটের বিষয় নিশ্চিত কিছু বলা জায়না, ৩ নং ওর্ডের ত্রিকোন থেকে নতুন মুখের আভাসগুলো পাওয়া যাচ্ছে।তবে কতটা গুরুত্বপূর্ণ ভাবে টিকে থাকবে বলা কঠিন।যত দিন যাচ্ছে ততই সরগম হয়ে উঠছে ভোটের মাঠ।জনসমর্থনে বহগুনে এগিয়ে সাবেক আশুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক,৩ নংওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী কামরুল ইসলাম উজ্জল।তিনি ছাত্র জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে মিথ্যাকে পরাজিত করে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন।দুস্ত ছাত্রছাত্রী,বেকার যুবক,প্রতিবন্ধী,অসুস্থ রুগি,গৃহহীন,মসজিদ, মাদরাসা,মন্দীর সহ সকল ধর্মীও প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে সহযোগীতা করে চলেছেন।কামরুল ইসলাম উজ্জল বলেনঃ আমি নির্বাচন করতে ইচ্ছুক তবে আমার ইচ্ছায় নয়।জনগনের ইচ্ছাই আমার ইচ্ছা।জনগণের সেবা করতে বড় কোনো পদের প্রয়োজন হয়না।আমি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।আমার মৃত্যুটা যেনো জনগনের সেবা করতে করতে হয়।আমি চাই দেশের উন্নয়ন,সাভার উপজেলার উন্নয়ন,আশুলিয়া থানার উন্নয়ন,আশুলিয়া ইউনিয়নের উন্নয়ন, ৩ নং ওয়ার্ডের উন্নয়ন।প্রিয় ওয়ার্ডবাসী আমি আপনাদেরই উজ্জল,জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো।আমি সবসময় আমার দৃষ্টিকে সর্বজননীন পর্যায়ে রাখার চেষ্টা করি।আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই,তুষ্ট আলোর উৎস সুর্যে।আমি আপনাদের পাশে দাঁড়িয়ে জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করতে ও ৩ নং ওয়ার্ডকে আঁধুনিক ওয়ার্ড হিসাবে গড়তে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী।আমার নির্বাচন নিয়ে এবং সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে তাহলে আপনারা আমাকে নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে জাব ইনশাআল্লাহ।