ভোটের পর জামালপুরে উর্দ্ধমূখী নিত্যপন্যের দাম, চালের বাজার অস্থির
- আপডেট টাইম : ০৮:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৯৩ ৫০০০.০ বার পাঠক
ভোটের পর জামালপুর জেলার ৭ টি নিত্য পন্যের দাম উর্দ্ধমূখী। নিত্যপন্যের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারন মানুষের জীবন মান দিন দিন নিম্নমূখী হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে নাভিশ^াস ভাব। বাজার মূল্য নিয়ন্ত্রন না করতে পারলে পরিস্থিতি দিন দিন ভয়াবহের দিকে যাচ্ছে।
সরেজমিনে জামালপুর শহর সহ সদর উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা ও জানা গেছে। একেক হাট বাজারে ভিন্ন ভিন্ন মূল্যে নিত্য পন্য বেচা কেনা হচ্ছে। শহরের বাজার গুলোতে এক দাম। আবার গ্রামাঞ্চলের বাজার গুলোতে আরেক দাম। যার জন্যে বাজার মূল্য কোথাও স্থিতিশীল নেই। বিশেষ করে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর কাজিয়ারচর সহ আরও বেশ কয়েকটি এলাকায় দ্বিগুন মূল্যে নিত্যপন্য বিক্রি হচ্ছে। খেঁাজ নিয়ে দেখা গেছে এ সব এলাকায় বাজার মূল্য নিয়ন্ত্রনের পেছনে একটি ব্যবসায়ী বিশেষ সিন্ডিকেট কাজ করছে। যার জন্যে চালের বাজারও অস্থির হয়ে পড়েছে।
এদিকে মেলান্দহ মাদারগঞ্জ ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় আরও ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এ সব উপজেলায় নিত্যপন্যের দাম মারাত্নক রূপ ধারন করায় সাধারণ মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। তাই এলাকার সচেতন মহল নিত্যপন্যস্থিতিশীল রাখার জন্য উপর মহলের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করেন।