আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার ৫ দিন পর কারাগারে সন্ধান মিললো যুবক আশিকের
- আপডেট টাইম : ০২:৪৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ১০৬ ৫০০০.০ বার পাঠক
আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়ার ৫দিন পর কারাগারের সন্ধান মিললো যুবক আশিকের।
জানা গেছে, তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি নয়াপাড়া গ্রামের মাহমুদুল্লাহ হেলালের পুত্র মোঃ আশিকুর রহমানকে (২৭) ময়মনসিংহ শহরের আকুয়া মরলবাড়ী এলাকায় ভাড়াটিয়া বাসা থেকে ৭ ডিসেম্বর ভোর রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায়।ওই বাড়ীর মালিক বীর মুক্তিযোদ্ধা এস,এম আব্দুর রব এবং ওই যুবকের পিতা মাহমুদুল্লাহ হেলাল জানান, থানায, ডিবি ও র্যাব অফিসে খোজ খবর নিয়ে সন্ধান পাননি।পরে ১২ ডিসেম্বর জনৈক আইনজীবী পরিচলে এক ব্যক্তি মোবাইল ফোনে জানান, ওই যুবক কারাগারে আছে।মামলার নথিপত্র তুলে ওই যুবকের পরিবার জানতে পারে, র্যার ১ এর নায়েক সুবেদার মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগন্জ জেলার রুপগন্জ থানা সন্ত্রাস বিরোধী আইনে ওই যুবক সহ ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ বিরুদ্ধে মামলা দায়ের করেছে।