আবারো কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওসমান গনি
- আপডেট টাইম : ০১:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ৩৩০ ৫০০০.০ বার পাঠক
কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক ক্রাইম কনফারেন্স এ ডিসেম্বর ২৩ ইং মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভালো কাজের মানদন্ডের আলোকে কক্সবাজার জেলার পুলিশ সুপার কর্তৃক শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা স্মারক গ্রহন করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি। ১১ জানুয়ারী পুলিশ সুপার কার্যালয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার মাসিক কর্মকাণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সংশ্লিষ্ট অফিসারদের সম্মাননা স্মারক তুলে দেন। উক্ত সভায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সার্কেল উখিয়া-টেকনাফ সার্কেল, কক্সবাজার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে টেকনাফ মডেল থানা, কক্সবাজার জেলার শ্রেষ্ট ওসি টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি, টেকনাফ মডেল থানার এস.আই মোঃ মন্জু, কক্সবাজার জেলার শ্রেষ্ট অস্ত্র উদ্ধারকারী অফিসার। টেকনাফ মডেল থানার এস.আই মোঃ তারেক মাহমুদ কক্সবাজার জেলার শ্রেষ্ট মাদক উদ্ধারকারী অফিসার। টেকনাফ মডেল থানার এস.আই মোঃ শাহাদাত সিরাজী জেলার শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার, টেকনাফ মডেল থানার এ.এস.আই আবদুল জলিল জেলার শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে ওসি মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে বলেন ,এই অর্জন টেকনাফ মডেল থানার সকল সহকর্মী অফিসার এবং ফোর্সের।
এই অর্জনে যাদের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা ছিলো তাদের মধ্যে অন্যতম মান্যবর পুলিশ সুপার, কক্সবাজার, মোঃ মাহফুজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া-টেকনাফ সার্কেল, মোঃ রাসেল পিপিএম (সেবা) মহোদয় সহ সিনিয়র সকল স্যারবৃন্দ। অশেষ কৃতজ্ঞতা সকল সিনিয়র স্যার এবং টিম টেকনাফ মডেল থানার সকল সহকর্মী অফিসার এবং ফোর্সের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফল উপহার স্বরূপ আজকের এই অর্জন।
সামনের আগত সুন্দর দিন গুলিতেও আপনাদের সবার সুন্দর আন্তরিকতা দোয়া ও ভালোবাসা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকসহ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।