ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
পরিবর্তনের পথে বাংলাদেশ, নেতৃত্বে ড. ইউনূস: দ্য ইকোনমিস্ট গভীর রাতে ৭৫০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবি-জনতার বাধায় পিছু হটল বিএসএফ পরিবহণসহ ৫ খাতে ৭০ শতাংশ বরাদ্দ ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের মিথ্যা সংবাদের প্রতিবাদ লিগ্যাল নোটিশ করতে প্রস্তুতি বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর আমড়াগাছি খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন বাংলাদেশ সিরিজের দল ঘোষণা আমিরাতের ঠাকুরগাঁওয়ে আ:লীগ অফিস দখল, ভূল সিদ্ধান্ত ছিলো// সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধার আহবায়ক গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ বানাতে চান ট্রাম্প মধ্যরাতের অধ্যাদেশ’ বাতিলে সারাদেশে কলম বিরতি এনবিআরের একাধিক নেতাদের গণপদত্যাগ আগামী ১৫ ও ১৭ মে পর্যন্ত চলবে কর্মসূচি

মানিকগঞ্জে ২টি আসনে সতন্ত্র ও ১টি নৌকা প্রার্থী বিজয়ী

মোঃমোকছেদআলী,দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : ০১:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
  • / ১৭২ ১৫০০০.০ বার পাঠক

দ্বদশ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জের ৩ টি আসনের মধ্যে ২ টি আসনে সতন্ত্র প্রার্থী ও একটি আসনে নৌকার প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।
মানিকগঞ্জ ১ আসন (ঘিওর, দৌতপুর ও শিবালয়) আসনে লাঙ্গল মনোনীত প্রার্থীর বিপরীতে সতন্ত্রী প্রর্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ ঈগল প্রতিকে ৮৪ হাজার ৮৯৮ ভোট পেয়ে প্রথম বারের মত বিজয়ী হয়েছে । তার নিকটতম লাঙ্গল প্রতিকের মনোনীত র্প্রাী জহিরুল আলম রুবেল ৩৮ হাজার ১০৯ ভোট পেয়েছেন।

মানিকগঞ্জ ২ (সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের ৩ টি ইউনিউন) নৌকা মনোনিত প্রার্থী মমতাজ বেগম (তিনবারের সাংসদ) এর বিপরীতে দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রিতিক নিয়ে ৮৮৩০৯ ভোট পেয়ে প্রথম বারের মত বিজয়ী হয়েছে। তার নিকটতম নৌকা মনোনিত প্রার্থী (তিনবারের সাংসদ) কন্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২১৩৮ ভোট।

মানিগকঞ্জ ৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) এই আসনে নৌকা মনোনীত (তিনবারের সাংসদ) স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ১১৯৮০ ভোটে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদন্দী উদীয়মান সূর্য প্রতীকে মফিজুল ইসলাম খান কামাল ৫০৪৮ ভোট পেয়েছেন ।
মানিকগঞ্জ-১ আসনে চারজন, মানিকগঞ্জ -২ আসনে ১০ জন এবং মানিকগঞ্জ- ৩ আসনে ছয় জন প্রার্থী রয়েছে প্রতিদন্দীতা করেছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬২হাজার ৪৪৫ জন।তিনটি আসনের মোট ভোট কেন্দ্র ছিল ৫১৬টি ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মানিকগঞ্জে ২টি আসনে সতন্ত্র ও ১টি নৌকা প্রার্থী বিজয়ী

আপডেট টাইম : ০১:৪০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

দ্বদশ জাতীয় নির্বাচনে মানিকগঞ্জের ৩ টি আসনের মধ্যে ২ টি আসনে সতন্ত্র প্রার্থী ও একটি আসনে নৌকার প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।
মানিকগঞ্জ ১ আসন (ঘিওর, দৌতপুর ও শিবালয়) আসনে লাঙ্গল মনোনীত প্রার্থীর বিপরীতে সতন্ত্রী প্রর্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ ঈগল প্রতিকে ৮৪ হাজার ৮৯৮ ভোট পেয়ে প্রথম বারের মত বিজয়ী হয়েছে । তার নিকটতম লাঙ্গল প্রতিকের মনোনীত র্প্রাী জহিরুল আলম রুবেল ৩৮ হাজার ১০৯ ভোট পেয়েছেন।

মানিকগঞ্জ ২ (সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের ৩ টি ইউনিউন) নৌকা মনোনিত প্রার্থী মমতাজ বেগম (তিনবারের সাংসদ) এর বিপরীতে দেওয়ান জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রিতিক নিয়ে ৮৮৩০৯ ভোট পেয়ে প্রথম বারের মত বিজয়ী হয়েছে। তার নিকটতম নৌকা মনোনিত প্রার্থী (তিনবারের সাংসদ) কন্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২১৩৮ ভোট।

মানিগকঞ্জ ৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) এই আসনে নৌকা মনোনীত (তিনবারের সাংসদ) স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ১১৯৮০ ভোটে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদন্দী উদীয়মান সূর্য প্রতীকে মফিজুল ইসলাম খান কামাল ৫০৪৮ ভোট পেয়েছেন ।
মানিকগঞ্জ-১ আসনে চারজন, মানিকগঞ্জ -২ আসনে ১০ জন এবং মানিকগঞ্জ- ৩ আসনে ছয় জন প্রার্থী রয়েছে প্রতিদন্দীতা করেছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬২হাজার ৪৪৫ জন।তিনটি আসনের মোট ভোট কেন্দ্র ছিল ৫১৬টি ।