প্রবীণ কমরেড সন্দীপ বারিকের জীবনাবসান
- আপডেট টাইম : ১২:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১০১ ৫০০০.০ বার পাঠক
সাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কৃষক কমিটির সদস্য কমরেড সন্দীপ বারিক আজ তার জীবনাবসান হয়েছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩,বছর, তিনি জন্ম গ্রহণ করেন ১৭/১২/১৯৫০সালে, এবং মৃত্যু হয়েছে ২৯/১২/২০২৩সালে, তিনি ছাত্র জীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবং ১৯৭৩সালে, সি পি আই এম পার্টি র সদস্য পদ লাভ করেন। তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলনের অন্যতম প্রধান সারির নেতা ছিলেন। এবং মিষ্টি ভাষী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে মগরাহাট পশ্চিমের উস্তি এরিয়া কমিটির কৃষক সভার হয়ে কাজ করে গেছেন। আজ তার মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য ও কৃষক সভার নেতা কমরেড অলক ভট্টাচার্য ও কমরেড সুফল পাল। এবং শোকপ্রকাশ করেন পশ্চিম বাংলা র গণশক্তি পত্রিকার সম্পাদক ও সাবেক ডায়মন্ডহারবার কেন্দ্রের এম পি শ্রী শমিক লাইড়ী এবং সাবেক যাদবপুর কেন্দ্রের এম পি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির নেতা এবং পলিটব্যুরো র সদস্য সুজন চক্রবর্তী এবং উস্তি এরিয়া কমিটির কৃষক সভার পক্ষ থেকে শোকপ্রকাশ করেন, কমরেড শাহ নাওয়াজ মোকামি এবং কমরেড চন্দ্রনাথ সরদার এবং কমরেড গনেশ ঘোষ ও কমরেড মুজাহিদ কবির এবং বাপ্পা ঘোষ এবং যুব কমিটির সদস্য কমরেড সাদাব কাজী সহ অন্যান্য বামপন্থী নেতৃত্ব।।