ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন
- আপডেট টাইম : ০৩:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
- / ১০৩ ৫০০০.০ বার পাঠক
: ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁও অপরাজেয়-৭১ এর পাদদেশে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
একে একে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন- জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন রাজনৈতিক, গণমাধ্যম কর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
১৬ ডিসেম্বর (শনিবার) দিনব্যাপী এই দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
পরে সেখান থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে নরেশ চৌহান সড়কে এসে শেষ হয়ে শহীদ মোহাম্মদ আলীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ অন্যান্যরা।
এছাড়াও দিনের কর্মসূচি হিসেবে থাকবে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজসহ আরো নানা আয়োজন।
৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্মান কেড়ে নেয়া দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।