সংবাদ শিরোনাম ::
রাজধানীর হাতিরপুলে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
- আপডেট টাইম : ০৬:৩৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ১২৩ ৫০০০.০ বার পাঠক
লাশপ্রতীকী ছবি
রাজধানীর হাতিরপুলে গুরুতর জখম এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিভিন্ন সংবাদ কর্মীর এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
নিহত ওই গৃহকর্মীর নাম নাজমা খাতুন (১৬)। সে এক চিকিৎসকের বাসায় কাজ করত।
শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, হাতিরপুলের মোতালেব প্লাজার অষ্টম তলার বাসা থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার পর গুরুতর জখম অবস্থায় নাজমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গৃহকর্মী নাজমার মৃত্যুরহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানতে পেরেছেন, মেয়েটি এক চিকিৎসকের বাসায় কাজ করত। এ ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করার কাজ চলছে।
আরো খবর.......