সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে ইসলামী আন্দোলনকে বেগবান করতে হবে মুজিবুর রহমান
- আপডেট টাইম : ০২:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ১৫৪ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের চলমান আন্দোলনে আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। দেশের বর্তমান সংকটে জামায়াতের নেতাকর্মীদের আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। জনতার মুক্তির আন্দোলনকে গন্তব্যে পৌঁছাতে নিরলস প্রচেষ্টা চালাতে হবে। অন্য সকল গোলামী পরিহার করে আমাদের এক অল্লাহর গোলামী করতে হবে। প্রয়োজনে দ্বীনের জন্য জীবন দিতে হবে, তবুও কারো কাছে মাথা নত করা যাবে না । সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে ইসলামী আন্দোলনকে বেগবান করতে হবে।
শুক্রবার (১লা ডিসেম্বর) কুষ্টিয়া জেলা জামায়াত আয়োজিত ভার্চুয়াল রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের জনগণ একটি সুন্দর আগামীর প্রত্যাশায় জামায়াতে ইসলামীর দিকে চেয়ে আছে। দেশের যে কোনো দুর্যোগে, আন্দোলন-সংগ্রামে আমরা ময়দানে একনিষ্ঠভাবে কাজ করেছি যা দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে। মহান আল্লাহর পক্ষ হতে বিশেষ প্রাপ্তি যে, দেশের যে কোনো আন্দোলন-সংগ্রামে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সবচেয়ে অগ্রগামী এবং পরীক্ষিত সংগঠন। দেশের চলমান সংকট উত্তরণে আমাদের আবারও ঐতিহাসিক ভ‚মিকা পালন করতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হুসাইন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন জামায়াতে ইসলামীকে দেশের মানুষ আজ তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্যাসিস্ট সরকার দেশের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখার কূটকৌশল হাতে নিয়েছে। বিশ্বাসঘাতক, স্বার্থপর ও অর্থলোভী কতিপয় লোককে দিয়ে ভূঁইফোড় মৌসুমি দল তৈরি করে ২০১৪ ও ২০১৮ এর মতো নির্বাচনের নামে আরও একটি প্রহসনের সার্কাসের আয়োজন করতে যাচ্ছে। দেশবাসী আওয়ামী লীগকে আর সে সুযোগ দিবে না। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে কেয়ারটেকার সরকারের দাবি মানতে জালিম সরকারকে বাধ্য করা হবে এবং জনগণের বাক-স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত জেলা আমীর জনাব আব্দুল গফুর বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে আমরা জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছি। বর্তমান সরকার দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার হরণ করেছে। দেশকে গভীর সংকটে নিমজ্জিত করেছে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। একদফা আন্দোলনের মাধ্যমে জনগণ প্রহসনের নির্বাচন প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত জেলা আমীর আব্দুল গফুর-এর সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু আবদুল্লাহ-এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য ও কুরআনের শিক্ষা পেশ করেন অঞ্চল টিম সদস্য অধ্যাপক আলমগীর কবীর। সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা আমীর সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমাপ্তি ঘোষণা করেন।