দিনাজপুর ৫ আসনে আবারো নৌকার মাঝি, মোস্তাফিজুর রহমান ফিজার
- আপডেট টাইম : ০৭:৫৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ৪৬৯ ৫০০০.০ বার পাঠক
সংসদীয় আসন ১০ দিনাজপুর -৫ (ফুলবাড়ী- পার্বতীপুর)নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি। এই আসনে দীর্ঘ ৩৫ বছর ৭টি সংসদের মেয়াদে সাধারণ মানুষের আস্থা ও জনপ্রিয়তা ধরে রেখেছেন এই আসনের জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারি সাংসদ অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন তিনি, এরপর থেকে লাগাতার সাতবার এমপি নির্বাচিত হয়ে এই আসনটি ধরে রেখেছেন তিনি। এই আসনে মোট ভোটার ৪লাখ ১৬ হাজার ৭০৩জন। পার্বতীপুরে মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ২৪৩ জন ও ফুলবাড়ীতে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৬০জন। তিনি গত জাতীয় নির্বাচনে ভোট পেয়েছিলেন ১,৮৮,৬৮০টি। জনপ্রিয় বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি ২০০৯ সালে এমপি নির্বাচিত হয়ে প্রথম বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পান। এর কিছুদিন পর মন্ত্রণালয় পরিবর্তন করে তাকে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করেন। ২০১৪ সালে নির্বাচিত হবার পর তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব প্রদান করেন। তিনি নিষ্ঠা ও সফলতার সঙ্গে ৫বৎসর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পুর্নাঙ্গ মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেন। পরবর্তীতে সদ্য সমাপ্ত সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদিয় কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে দিনাজপুর জেলার আওয়ামী সংগঠনকে সুসংগঠিত ও গতিশিল করেছেন। তার সংসদ সদস্যের জীবনে দিনাজপুরের এই ৫ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহায়তায় ব্যপক উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। যার মধ্যে রয়েছে পল্লী অবকাঠামোর উন্নয়ন। সড়ক নির্মাণ, পল্লীএলাকার সড়ক মেরামত, ছোট বড় ও মাঝারি ব্রিজ নির্মাণ, সেতু-কালভার্ট নির্মাণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ইউনিয়ন তহশিল অফিস নির্মাণ। গ্রোথ সেন্টার হাট বাজার, প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো নির্মাণ, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন, সুইস গেট নির্মাণ,খাল খনন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, অসচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ, স্টেডিয়াম নির্মাণসহ ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলায় নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। পাশাপাশি লাগাতার ৩৫ বছরের সংসদ সদস্য হওয়ার পরেও ৫ আসনের দুই উপজেলায় এখনো কিছু কিছু কাজ অসমাপ্ত রয়েছে, যা সংসদ সদস্য মহদয় আগামীতে যদি নিজ দল ক্ষমতায় আসে তবে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন বলে দলিয় নেতাকর্মীরা আশা করছেন। দিনাজপুর-৫ আসনটি (ফুলবাড়ী-পার্বতীপুর) এ অসহায় গরীব মানুষের সংখ্যায় বেশি, সব সময় অসহায় গরিবদের পাশে থাকার চেস্টা করেছেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। তবে তার সংসদ সদস্য হওয়ার ৩৫ বৎসরে নিজ দলিয় নেতাকর্মী সমর্থক ও ভোটারদের চেয়ে অন্য দলের লোকজন তার নিকট হতে বেশি সুযোগ সুবিধা গ্রহন করেছে বলে নিজ দলের অনেক নেতাকর্মীগন আক্ষেপ করে কথা বলেন। যার কারণে জনগণের আস্থা ও ভালবাসা আজও ধরে রাখতে পেরেছেন তিনি। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। ফুলবাড়ি ও পার্বতীপুর উপজেলায় ব্যাপক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা করেছেন দুই উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ ।