চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ চত্বরে ট্রাফিক পুলিশ ও লাইনম্যানের লোক পরিচয়ে গ্রাম সিএনজি মাহিন্দ্রা টেম্পু থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে- সিএমপি পুলিশ কমিশনারেরহস্তক্ষেপ জরুরী

- আপডেট টাইম : ০৪:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নতুন ব্রিজ চত্বরে বাকুলিয়া হতে মইজ্জারটেক পর্যন্ত এলাকা জুড়ে গ্রাম সিএনজি ও মাহিন্দ্রা টেম্পু ছড়াছড়ি ভাবে যাতায়াত করছে। এলাকায় ঘুরে তথ্য সুত্রে জানা যায়- এ সকল গাড়ী পরিচালনার দায়িত্বে রয়েছে ট্রাফিক পুলিশের সোর্স ও লাইন ম্যানের লোক পরিচয়দানকারী একাধিক চাঁদাবাজ কিশোর।
নতুন ব্রিজ থেকে কালামিয়া বাজার চাঁদগাও বহদ্দার হাট মুরাদপুর ওয়াসা মোড় টাইগার পাস আগ্রাবাদ পর্যন্ত অন্যদিকে কর্ণফুলী ব্রিজের মোড় হতে কোতোয়ালী নিউ মার্কেট এলাকায় চলাচল করে এসব মাহিন্দ্রা টেম্পু।
স্থানীয় সূত্রে আরো জানা যায়. এসব গ্রাম সিএনজি ও মাহিন্দ্র টেম্পুর কারণে/অকারণে বাস ট্রাকের ধাক্কায় প্রায়ই দূর্ঘটনার স্বীকার হতে হয়,বর্তমানে বেশিরভাগ চালকরা অশিক্ষিত এবং কিশোর,এতে দূর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলছে,এসবের নেতৃত্ব দিচ্ছেন লাইনম্যানের ও ট্রাফিক পুলিশের সোর্স পরিচয় দানকারী কতিপয় কিছু চাঁদাবাজ ব্যক্তি।
প্রশাসন এবং কর্ণফুলী ব্রিজ চত্বর মোড় পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক পুলিশকে নিয়মিত চাঁদা দিয়ে লাইনম্যানের লোক পরিচয় দানকারী লোক ও ট্রাফিক পুলিশের নির্দেশনায় চলতে হয় এসব গ্রাম সিএনজি ও মাহিন্দ্রা টেম্পু.
এক স্থানীয় চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী জেসমিন জানান আমি এই পথ দিয়ে যাত্রী হিসেবে নিয়মিত আদালতে যাতায়াত করি লাইনম্যান নামধারী লোক ও প্রশাসন থেকে শুরু করে সবকিছুই ম্যানেজ করেন চলে এসব অনিয়ম ও চাঁদাবাজি যাহা আমার দৃষ্টিগোচর হয়
চাঁদাবাজদের বেপরোয়া ও অবৈধ কর্মকান্ডের কারণে প্রতিনিয়ত মারামারি হতা হতের বিভিন্ন র্ঘটনা দুর্ঘটনা ঘটছে, এ বিষয় পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে জানান উক্ত আনজীবী জেসমিন ও একাধিক ভুক্তভুগী
এ বিষয়ে কর্ণফুলী ব্রিজ চত্বরের ট্রাফিক বক্সের দায়িত্ব প্রাপ্ত ট্রাফিক পুলিশের নিকট জানতে চাইলে, তারা জানান অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, আর চাঁদাবাজির বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি.অপর দিকে বাকুলিয়া থানার ওসি তদন্ত শহীদ সাহেব ও উক্ত এলাকার দায়িত্বরত অফিসার এস.আই সোহেল জানান চাঁদাবাজির বিষয়ে কোন অভিযোগ পেলে তাদের সনাক্ত করে তাহা আমরা চাঁদাবাজির মামলা হিসেবে আমালে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব – উক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সড়ক নিরাপদ রাখতে সিএমপি পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ কামনা করেছেন একাধিক ভুক্তভুগী ও সর্বস্তরের মানুষ ও যাত্রীগণ