ঠাকুরগাঁওয়ে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
- আপডেট টাইম : ১২:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১০২ ৫০০০.০ বার পাঠক
প্রায় ২ হাজার সুবিধা ভোগীদের নিয়ে টেকসই উন্নয়নে ঠাকুরগাঁওয়ে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌরসভার বয়স্কভাতা, বিধবাভাতাসহ সরকারী অনুদানের বিভিন্ন সুবিধাভোগী মহিলা ও পুরুষদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও পৌরসভা মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটোসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, টিসিবিসহ প্রায় ১২ হাজার মানুষ শুধুমাত্র ঠাকুরগাঁও পৌরসভায় সরকারি অনুদানের সুবিধা পাচ্ছে। এরকম প্রতিটি জেলা সহ সারা দেশে আওয়ামী লীগ সরকার সুবিধা দিয়ে যাচ্ছে। এসব সুবিধাগুলো অব্যাহত রাখতে এবং পরবর্তীতে সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করনে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের বিজয় নিশ্চিত করতে হবে বলে জানান বক্তারা।
মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।