বর্ণ্যাঢালা আয়োজনেইবিতে দীপাবলি উৎসব
- আপডেট টাইম : ০৫:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পূজা উদযাপন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা। এসময় মন্দিরে প্রসাদ বিতরণ, আরতি প্রদান, ধর্মীয় সংগীত, আলোকসজ্জার পাশাপাশি মন্দিরে, মণ্ডপ ও টিএসসিসি চত্বরে সামনে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়।
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুষার বলেন, দীপাবলী হলো অন্ধকার দূর করার দিন। আজ আমি খুব আনন্দিত, আমি চাই মানুষের মনের অন্ধকার দূর হয়ে শুভ শক্তির উদয় হোক। বিশ্ববিদ্যালয়ে উৎসব পালন করতে পেরে আমি খুবই আনন্দিত।
উল্লেখ্য, হিন্দু পুরাণ মতে দেবী শ্যামা দেবী কালীরই একটি রূপ। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। এই দিন সব হিন্দুর বাড়িতে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন। তবে জৈন-শিখ ধর্মালম্বীরাও এই সময়ে একই ধরনের উৎসব পালন করে থাকেন।