ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

গাইবান্ধায় হারানো দুই শিশুকে সান্তাহার স্টেশনে উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : ০৩:৪৭:০৩ অপরাহ্ণ, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / ১৩২ ৫০০০.০ বার পাঠক

গাইবান্ধা রেল স্টেশনে ট্রেন দেখতে এসে পথহারা দুই শিশুকে বাড়ি ফেরালো বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার দুপুরে ওই দুই শিশুকে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন তাদের পরিবারের অভিভাবকদের হাতে তুলে দেন।

তিনি জানান, স্টেশনে ট্রেন দেখতে আসা দুই শিশু ‘বন্ধু’। তারা গাইবান্ধার ফুলছড়ি থানার কাতলামারী গ্রামের আব্দুল খলিলের ছেলে শাকিল আহম্মেদ (১১) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে রাশেদুল ইসলাম (১২)। বুধবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন দেখতে তারা গাইবান্ধা স্টেশনে ঘুরতে যায়। এরপর ঢাকাগামী একটি আন্ত:নগর ট্রেন স্টেশনে এসে দাঁড়ালে তারা তাদের শখ মেটাতে কিছুক্ষনের জন্য ট্রেনে উঠে পড়ে। নামার আগেই ট্রেনটি ছেড়ে দেয়। ফলে তারা দুই বন্ধু গল্প করতে করতে সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে যায়। সেখানে নেমে বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছিলোনা। ফলে নিরুপায় হয়ে তারা দু’জন প্লাটফরমে ঘোরাফেরা করছিলো। বৃহস্পতিবার রাতে স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের দেখে নানা ধরনের প্রশ্নের একপর্যয়ে জানতে পারেন শিশুগুলো পথহারা হয়ে সান্তাহারে এসেছে। পরে তাদের থানায় নেওয়া হয়।
ওসি আরো জানান, তাদের কাছ থেকে একটি মোবাইল নম্বর পাওয়া যায়। সেই নম্বরে কল করে খবরটি শিশুগুলোর পরিবারে জানিয়ে দেওয়া হয়। এরপর অভিভবকরা এলে তাদের হাতে শিশুগুলোকে তুলে দেওয়া হয়।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় হারানো দুই শিশুকে সান্তাহার স্টেশনে উদ্ধার

আপডেট টাইম : ০৩:৪৭:০৩ অপরাহ্ণ, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

গাইবান্ধা রেল স্টেশনে ট্রেন দেখতে এসে পথহারা দুই শিশুকে বাড়ি ফেরালো বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার দুপুরে ওই দুই শিশুকে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন তাদের পরিবারের অভিভাবকদের হাতে তুলে দেন।

তিনি জানান, স্টেশনে ট্রেন দেখতে আসা দুই শিশু ‘বন্ধু’। তারা গাইবান্ধার ফুলছড়ি থানার কাতলামারী গ্রামের আব্দুল খলিলের ছেলে শাকিল আহম্মেদ (১১) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে রাশেদুল ইসলাম (১২)। বুধবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন দেখতে তারা গাইবান্ধা স্টেশনে ঘুরতে যায়। এরপর ঢাকাগামী একটি আন্ত:নগর ট্রেন স্টেশনে এসে দাঁড়ালে তারা তাদের শখ মেটাতে কিছুক্ষনের জন্য ট্রেনে উঠে পড়ে। নামার আগেই ট্রেনটি ছেড়ে দেয়। ফলে তারা দুই বন্ধু গল্প করতে করতে সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে যায়। সেখানে নেমে বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছিলোনা। ফলে নিরুপায় হয়ে তারা দু’জন প্লাটফরমে ঘোরাফেরা করছিলো। বৃহস্পতিবার রাতে স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের দেখে নানা ধরনের প্রশ্নের একপর্যয়ে জানতে পারেন শিশুগুলো পথহারা হয়ে সান্তাহারে এসেছে। পরে তাদের থানায় নেওয়া হয়।
ওসি আরো জানান, তাদের কাছ থেকে একটি মোবাইল নম্বর পাওয়া যায়। সেই নম্বরে কল করে খবরটি শিশুগুলোর পরিবারে জানিয়ে দেওয়া হয়। এরপর অভিভবকরা এলে তাদের হাতে শিশুগুলোকে তুলে দেওয়া হয়।