ফুলবাড়ীতে সাব-রেজিস্ট্রি অফিসের নতুন ভবনের উদ্বোধন, এবং ফুলবাড়ি মডেল মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
- আপডেট টাইম : ০২:৪০:০৭ অপরাহ্ণ, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ২২৪ ৫০০০.০ বার পাঠক
আজ ৬এ নভেম্বর সোমবার দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন দিনাজপুর ৫ আসনের মাননীয় সাংসদ বর্তমান জাতীয় সংসদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। ভবনটি ২০১৮/১৯ অর্থবছরে গনপুর্ত অধিদপ্তর ২ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেন। যে ভবনটি অফিসিয়ালি ব্যবহারের জন্য আজ শুভ উদ্বোধনের মাধ্যমে অবমুক্ত করা হয়।
এরপর দুপুর দুই ঘটিকায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ৫৬০ টি মডেল মসজিদ স্থাপনের অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা জন্য বরাদ্দকৃত মডেল মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, সারা দেশের ন্যায় আমাদের ফুলবাড়ির মডেল মসজিদটি নির্মানে মাননীয় প্রধানমন্ত্রী ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, কিন্তু আমাদের ফুলবাড়ির মসজিদ নির্মাণের জায়গা নিচু হওয়ায় এখানে জায়গা ভরাট করে নির্মাণ কাজ শেষ করতে আরো ১কোটি টাকা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটাও বরাদ্দ দিবে ইনশাল্লাহ।
উক্ত ভবন উদ্বোধনী ও ভিত্তিপ্রস্তর স্থাপনি পৃথক দুইটি অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আলকামাহ তমাল, ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সহ উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ও ফুলবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সন্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ সহ ফুলবাড়ি আওয়ামীলীগের নেতা কর্মী ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন।