পাথরঘাটায় গভীর রাতে সংখ্যালঘু পরিবারের উপর হামলা বাড়িঘর ভাঙচুর আহত ৪
- আপডেট টাইম : ০২:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
শনিবার গভীর রাতে পাথরঘাটার চরদুয়ানী বাজারের উত্তম ডাক্তারকে একদল মুখোশধারী দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও বেধরক পিটুনি দিয়ে বসতভিটা থেকে উচ্ছেদ করে দোকানের মালামাল লুটে নেয়। এঘটনায় দুর্বৃত্তরা লোহার রড, রাম’দা ও লাঠিসোটা দিয়ে ঘরের উপরে হামলা করে ও পরিবারের সদস্যদের ওপরে অতর্কিত হামলা চালায়। এসময় ওই ঘরে থাকা উত্তম ডাক্তার ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য গীতা রানী এবং তার মেয়ে এবং কাকাতো ভাই মুক্তিযোদ্ধা মনমথ মিস্ত্রি সহ ৫ জনকে তারা বেধড়ক পিটুনী দিয়ে আহত করে। এছাড়াও ডাক্তার উত্তমের মেয়ের শ্লীলতাহানি ঘটায়। শনিবার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে ওই হাসপাতাল তাদের ভর্তি নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে বাজারের মাছ ব্যবসায়ী মোশারেফ প্রায় দুই শতাধিক মুখোশধারী নারী ও মোখোশ ও হেলমেট পরিহিত পুরুষ দুর্বৃত্ত শনিবার গভীর রাতে চরদুয়ানী বাজারের পশ্চিম মাথায় অবস্থিত মৃত অতুল মিস্ত্রি’র ছেলে উত্তম ডাক্তারের দোকান ও বসতভিটায় হামলা চালায়। এঘটনায় পেছন থেকে কলকাটি নাড়ানোর অভিযোগ উঠেছে মোশারেফের নিকট আত্মীয় চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট এলাক এলাকার বাসিন্দা ব্যারিষ্ট্রার জিয়ার বিরুদ্ধে।
স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন শনিবার সকালে ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ান।উল্লেখ্য তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগদান করার জন্য ঢাকা অবস্থান করতে ছিলেন রাতে খবর পেয়ে তাৎক্ষণিক ছোট ঘাটা থানার অফিস ইনচার্জকে মুঠোফোনে ব্যবস্থা নেওয়ার জন্য জানান এবং রাতেই ঢাকা থেকে রওনা দিয়ে সকালে ঘটনা স্থল পরিদর্শন করে দোষীদের সনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন এবং
রাতের আধারে দোকানঘর লুটপাট করে সেখানে দুর্বৃত্তদের তোলা নতুন ঘর সংসদ সদস্য দাড়িয়ে থেকে ভেঙে দিয়ে দখলে নেয়া বসতভিটা উদ্ধার করে সংখ্যালঘু পরিবারকে ফিরিয়ে দেন।
চরদুয়ানী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল বলেন, ওরা রাতের আধারে ঘর ও মালামাল লুটপাট করেছে। যা চরম অপরাধ।
চরদুয়ানী একজন ব্যবসায়ী উজ্জ্বল মিত্র বলেন,এঘটনায় আমরা আতঙ্কিত। হিন্দুদের জমি একাত্তরের হানাদার বাহিনীর মতো লুটপাট করে দখলে নিতে চেয়েছিল এরা।
এসময় স্থানীয় শশধর মিত্র সহ অসংখ্য মানুষ ব্যারিষ্ট্রর জিয়ার সংপৃক্ততার কথা গণমাধ্যমের সাক্ষাৎকারে তুলে ধরেন।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষথেকে অভিযোগ করা হয়েছে পাশেই ছিল চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের টহল। অথচ এই সংখ্যালঘু পরিবারটি আক্রান্ত হওয়ার পরেও তারা এগিয়ে আসেনি। যদিও ৯৯৯ এ কল করার পরে এবং সকালে থানাপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহআলম হাওলাদার বলেন, জমিজমা’র কাগজপত্র থাকলে আইনের মাধ্যমে দখলে যাওয়ার সূযোগ রয়েছে। রাতের আধারে জমিদখল মানেই ভূমিদস্যুতা।
অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন,এঘটনায় অভিযুক্ত মোশারেফের স্ত্রী সহ ৩জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে মোশারেফের স্ত্রী সুরমা ব্যতীত বাকি দুজনকে ছেড়ে দেয়া হয়। মামলা প্রক্রিয়াধিন।