কুুমিল্লা’য় জেলহত্যা দিবস পালিতো হয়েছে
- আপডেট টাইম : ১১:২০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ১৩৩ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে জানা যায় – আজ ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস।
জাতির মহান সন্তানদের প্রতি সম্মান জানিয়ে – কুুমিল্লা জেলা’র সব উপজেলা’য়/থানা’য় অনুষ্ঠিতো হয়েছে বিভিন্ন কর্মসূচী। ১৯৭৫ ইং সালের ১৫ ই আগষ্ট বাংলাদেশ – এঁর – জাতী’র পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহো আরো কয়েকজনকে – হত্যার পর – দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ ই আগষ্ট নির্মম হত্যাকাণ্ডের পর ৩ মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও ৪ জাতীয় নেতা – সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। জেলখানা’য় জাতীয় ৪ নেতাকে হত্যার পরিকল্পনা করে – খুনি’রা।
এ কাজের জন্য তারা আগে থেকে ঘাতক দল গঠন করেন। দলের প্রধান ছিলো – রিসালদার মুসলেহ উদ্দিন। তিনি ফারুকের সবচেয়ে আস্থাভাজন। ১৫ ই আগষ্ট শেখ মনি’র বাসভবনে যে ঘাতোক দলটি হত্যাযজ্ঞ চালায় সেই দলটির নেতৃত্ব দিয়েছিলেন মুসলেহ উদ্দিন। প্রখ্যাত সাংবাদিক অ্যান্টনি মাসকারেনহাস তাঁর ‘বাংলাদেশ অ্যা লিগ্যাসি অব ব্লাড’ গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত বর্ননা দিয়েছে। তিনি জানায় – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরপরই জেলখানায় জাতীয় ৪ নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনাটি এমনভাবে নেওয়া হয়েছিল যাতে পাল্টা অভ্যুত্থান ঘটার সঙ্গে সঙ্গে তাঁ আপনা – আপনি কার্যকর হয়। এ কাজের জন্য ৫ সদস্যে’র ঘাতোক দলও গঠন করা হয়েছিলো। ঘাতক দলের প্রতি নির্দেশ ছিলো – পাল্টা অভ্যুত্থান ঘটার সঙ্গে সঙ্গে কোনো নির্দেশের অপেক্ষা’য় না থেকে কেন্দ্রীয় কারাগারে গিয়ে তারা জাতীয় ৪ নেতাকে হত্যা করবে। ১৯৭৫ ইং সালের ৩ রা নভেম্বর খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান ঘটানোর পরেই কেন্দ্রীয় কারাগারে উক্ত জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিলো।