ইসরাইল-হামাস সংঘাতে ৩১ সাংবাদিক নিহত

- আপডেট টাইম : ০৩:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১৪০ ১৫০০০.০ বার পাঠক
অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনে অন্তত ৩১ সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)
সোমবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, গাজার সাংবাদিকরা ইসরাইলের স্থল হামলার সংবাদ সংগ্রহ করছেন। এতে সাংবাদিকরা সর্বোচ্চ জীবনের ঝুঁকিতে রয়েছেন।
সিপিজে এর সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাতের বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে এ পর্যন্ত ৩১ জন সাংবাদিক নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনি, চার জন ইসরাইলি এবং এক জন লেবাননের সাংবাদিক। সিপিজে বলছে, এছাড়া আরো আট জন সাংবাদিক আহত হয়েছে এবং নয় জন নিঁখোজ বা আটক রয়েছে।
সিপিজের দেওয়া তথ্য অনুসারে, নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন সুপরিচিত ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা রোশদি সররাজ এবং রয়টার্সের বৈরুত-ভিত্তিক ভিডিওগ্রাফার ইসাম আবদুল্লাহ।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।
তবে বার্তা সংস্থা রয়টার্স এবং এজেন্স ফ্রান্স প্রেস-এএফপি সংবাদ সংস্থাকে আইডিএফ আরো বলেছে, গাজা উপত্যকায় থাকা সংস্থাগুলোর সাংবাদিকদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না তারা।
রয়টার্স বলছে, সংস্থা দুটো তাদের সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে আবেদন করার পর এমনটা জানায় আইডিএফ।