আনোয়ারা কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রীর জনসভার স্থান পরিদর্শনে ভূমিমন্ত্রী

- আপডেট টাইম : ০৩:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ১১৭ ৫০০০.০ বার পাঠক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেডের মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসভার স্থান পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
২০ অক্টোবর শুক্রবার দুপুরে তিনি মাঠ পরিদর্শনে যান।আয়োজনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিশাল জনসভার স্থান পরিদর্শন কালে তিনি জনসভাকে জন সমুদ্রে পরিণত করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
আগামী ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধন ও আনোয়ারা প্রান্তে কেপিজেড মাঠে বিশাল জনসভায়
বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তাঁর সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এস এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী সহ আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।