রাণীশংকৈলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট টাইম : ১২:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১০৮ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও রাণীশংকৈলের এ বি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে শিক্ষার্থী-সহ এলাকার লোকজন নিয়ে সহকারি শিক্ষক মাজহারুল ইসলাম বকুল উপজেলা চত্বরে মানববন্ধন করেন।
জানা যায়, দীর্ঘ ২৩ বছর যাবৎ উপজেলার আমজুয়ান গ্রামের এ বি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে সমাজ বিজ্ঞানের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন মাজহারুল ইসলাম বকুল। বিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়া সকল শিক্ষকের বেতন- ভাতা হলেও বেতন হইনি মাজহারুল ইসলাম বকুলের। বিভিন্ন জায়গায় ধর্না দিয়েও পাচ্ছেন না সুফল, প্রধান শিক্ষক একরামুল ইসলাম বেতন- ভাতা করে দেওয়ার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও এখনও বেতন ভাতা করার কোন লক্ষন দেখছেন না সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম বকুল ২০০০ সালে সমাজ বিজ্ঞান বিষয়ে নিয়োগ প্রাপ্ত হলেও নিয়োগ বাণিজ্য করে একই পদ অন্য একজনকে নিয়োগ দিয়ে বেতন- ভাতার সুযোগ করে দেন প্রধান শিক্ষক। হিসেবে
মানববন্ধনে আসা বক্তারা বলেন, প্রধান শিক্ষকের কঠোর শাস্তি এবং নিয়োগ বাণিজ্য বন্ধ করে মাজহারুল ইসলাম বকুলকে নিয়োগ দেওয়ার ব্যাপারে অনুরোধ করেন।
এ বি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই প্রধান শিক্ষকের ফোন বন্ধ পাওয়া যায়।