বিএনপির শহীদ উদ্দিন আজ রিমান্ডে শেষ কারাগারে

- আপডেট টাইম : ০৩:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৫১ ৫০০০.০ বার পাঠক
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ধানমন্ডি থানায় করা নাশকতার পুরোনো মামলায় গত বুধবার শহীদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে ধানমন্ডি থানা-পুলিশ।
আরও পড়ুন
চোর-ডাকাতকেও তো মানুষ এভাবে মারতে পারে না: আদালতকে শহীদ উদ্দীন চৌধুরী
শহীদ উদ্দিন চৌধুরীর আইনজীবী মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শহীদ উদ্দিন চৌধুরীর বাইপাস সার্জারি করা হয়েছে। তিনি অসুস্থ। তাঁর চিকিৎসার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। কারাবিধি মোতাবেক আদালত চিকিৎসা দেওয়ার আবেদন মঞ্জুর করেন।