আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে হোমনায় র্যালী ও সভা অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৯:১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৩৫ ৫০০০.০ বার পাঠক
কমঅসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে কে সামনে রেখে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহোড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক র্যালি হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে পৌর মেয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম,
উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারি কমিশনার (ভূমি)ইউসুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদ আহম্মেদ জাকির,টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট এর শিক্ষক আইরিন আক্তার ডেইজি সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগে করণীয় বিভিন্ন বিষয়ে মহোড়া প্রদর্শন করেন সিভিল ডিফেন্সের কর্মীরা।