ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক কার্যক্রম ও হেলমেট বিতরণ
- আপডেট টাইম : ১০:৫৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৬৬ ৫০০০.০ বার পাঠক
“ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে মাথায় রেখে এবং নো হেলমেট, নো ফুয়েল এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরঘাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রাসাদ পাঠক। এসময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
সচেতনতামূলক এ প্রচারাভিযানে যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পার্কিং না করা, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালানো, উল্টোপথে যানবাহন না চালানোসহ সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
পরে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হেলমেট উপহার দেওয়ার মাধ্যমে জনগণকে সচেতন হওয়ার আহবান জানানো হয় এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করা ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখায় পুলিশ সুপার মহোদয় আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।