- আপডেট টাইম : ০১:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ২৮১ ৫০০০.০ বার পাঠক
আশুলিয়ার ভাদাইলে ইউপি সদস্য সাদেক ভুইয়ার নেতৃত্বে রক্তক্ষয়ী সংঘর্ষ
বিশেষ প্রতিনিধি
আশুলিয়ার ভাদাইলে ইউপি সদস্য আবু সাদেক ভুইয়ার নেতৃত্বে বিশাল হাঙ্গামা।০২/০৩/২০২১ মঙ্গলবার সকাল ৮ টার সময় ভাদাইল এলাকায় এঘটনা ঘটে।আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবীর হোসেন সরকার,দির্ঘদিন যাবত রপ্তানি ইপিজেটে ঝুট ব্যবসা করে আসছেন,এমন তথ্য পাওয়া জায়।হটাৎ ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাদেক ভুইয়া।উক্ত ফ্যাক্টরির ব্যবসা দখল করেছেন মর্মে জানা জায়।ব্যবসা দেখভাল করার জন্য কবির হোসেন সরকারের ম্যানেজার সহ তার কর্মরত লোকজন।মটর বাইকে করে ভাদাইলের উপর দিয়ে যাওয়ার সময়।মেম্বার আবু সাদেক ভুইয়ার নিজের উপস্থিতিতে।তার স্পেশাল ক্যাডার দ্বারা গতি রোধ করে,ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।এমন সময় নিজের দোষ ঢাকতে কৌশলে ইউপি সদস্যর পোলা.মনিরুল, মসজিদের মাইকে মেম্বারের বাড়িতে ডাকাত পড়েছে মর্মে মাইকিং করেন।মাইর্কিং করার পরপরই হাজার হাজার সাধারন জনতা একত্রিত হয়ে।আহত ব্যাক্তিদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।আশুলিয়া থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন।ঝুট ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারের জের ধরে,থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ও স্থানীয় ইউপি সদস্য আবু সাদেক ভুইয়ার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।ভিডিও ফুটেজ ধারন করা কিছু চিত্র স্পষ্টতা আছন সেখানে ইউপি সদস্য আবু সাদেক ভুইয়ার উপস্থিতি দেখা জায়।মটর বাইকগুলো উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।উক্ত বিষয়ে থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার বলেন।ইপিজেটে আমার দির্ঘদিনের বৈধ ঝুটের ব্যবসা আছেন,সেটা ইউপি সদস্য আবু সাদেক ভুইয়া ক্যাডার দিয়ে দখল করেছেন,আমার কর্মরত লোক ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে।ইউপি সদস্য নিজে ও তার পোলা ও ক্যাডার দিয়ে অতর্কিত হামলা করেন এবং মার্ডারের উদ্দেশ্য কুপিয়ে আহত করেন।আবু সাদেক ভুইয়ার মুঠোফোনে যোগাযোগ করলে সেটা বন্ধ পাওয়ার কারনে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।