বাকেরগঞ্জে গ্রামীণ (জিসি )চক্ষু হাসপাতাল ও একতা গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৬:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ২২৬ ১৫০০০.০ বার পাঠক
বাকেরগঞ্জে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় ও একতা গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ০৩অক্টোবর ২০২৩, দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পত্র প্রদান করা হয়। এসময় ৪০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বরিশালের রূপাতলীতে অবস্থিত গ্রামীণ জিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উক্ত ক্যাম্পে রোগী দেখেন গ্রামীণ জিসি হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল আলিম মিয়া। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার জিএম ইমরান,বাকেরগঞ্জের ডিংগারহাটে অবস্থিত একতা গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো: মনিরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্যাম্পের সার্বিক সহযোগীয় ছিল জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।