আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঐতিহাসিক ইউনাইটেড ক্লাবের রক্তদান শিবির, শতাধিক মানুষের রক্তদান
- আপডেট টাইম : ০৮:৫১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৬ ৫০০০.০ বার পাঠক
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ঐতিহাসিক ক্লাব ইউনাইটেড ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহৎ রক্তদান শিবির প্রতি বছরের ন্যায় এই বছর করা হয়েছে। এই রক্তদান শিবিরে ঐতিহাসিক ইউনাইটেড ক্লাবের কর্মকর্তা ছাড়া উপস্তিত ছিলেন এই ক্লাবের শতাধিক সদস্য এবং সাধারণ মানুষ। এই ক্লাবের পক্ষে জানানো হয়েছে যে এই রক্তদান শিবিরে শতাধিক মানুষ তাদের মূল্যবান রক্ত দান করেন। আজকের এই ক্লাবের রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন। এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত ও গনপরিবহন ব্যাবস্থা দপ্তরের কর্মধক্ষ্য এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু মোল্লা। এবং এই ক্লাবের কর্মরতা শ্রী অসীম পাল এবং আসিফ ইকবাল সরদার এবং এই ক্লাবের সাধারণ সম্পাদক নাজির হোসেন ও এই ক্লাবের অন্যতম সদস্য এবং কর্মকর্তা এবং পশ্চিম বাংলা র পি সি সি র কৃষক ক্ষেত মজদুর সভার সাধারণ সম্পাদক এ কে এম সাইদ ইমাম এবং উস্তি অঞ্চলের তৃনমূল দলের অন্যতম নেতা সাগির হোসেন ও উস্তি অঞ্চলের তৃনমূল দলের অন্যতম নেতা ও উস্তি ইউনাইটেড ক্লাবের কর্মকর্তা ইমতিয়াজুর কবীর সহ অন্যান্য ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।