কলাপাড়ায় দু’টি অজগর বনে অবমুক্ত
- আপডেট টাইম : ০১:৫০:৩৬ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৪ ৫০০০.০ বার পাঠক
পটুয়াখালীর কলাপাড়ায় দু’টি অজগর সাপ সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। সাপ দু’টি প্রায় ৬ ফুট দৈর্ঘ্য। শনিবার দুপুরে অজগর দু’টিকে কুয়াকাটা সংলগ্ন লেম্বুরবনে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার স্বেচ্ছাসেবকরা। এসময় সংগঠনের টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আরিফুল ইসলাম শাওন, বাইজিদ মুন্সী, মোহাম্মদ রনি,বনি আমিনসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, গত দুই দিন আগে কলাপাড়া পৌরশহরে অবস্থানরত বেদে সম্প্রদায়ের কাছ থেকে এই সাপ দুটি উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এ অজগর সাপ দুটি বনে অবমুক্ত করা হয়। এর আগেও বেশ কিছু সাপ ও বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বলে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার সাংবাদিকদের জানিয়েছেন।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অ্যানিমেল লাভার্স দীর্ঘদিন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। তারা প্রশংসা কুড়ানোর মতো অনেক কাজ করছে।