আজ ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার গাড়োয়ালে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে শহীদ দুই সেনা ও এক ডি এস পি
- আপডেট টাইম : ০৪:১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ২৯৪ ৫০০০.০ বার পাঠক
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার গাড়োয়ালে গোপন সূত্রে খবর পেয়ে ভারতের সেনাবাহিনীর সদস্যরা যখন চিরুনি তল্লাশি অভিযান শুরু করেন ঠিক সেই সময় অতর্কিত ভাবে হামলা চালায় জঙ্গিরা। তারা ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালায় এবং ঘটনার স্হানে মৃত্যু হয় ভারতের সেনাবাহিনীর এক মেজর ও এক কর্নেল এবং এক জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলিশ বাহিনী ডি এস পি। মৃতরা হলেন ভারতের সেনাবাহিনীর মেজর আশিস ডোনচাক, এবং কর্নেল শ্রী মন প্রীত সিঙ এবং ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলিশ বাহিনীর ডি এস পি হুমায়ুন ভাট। তবে ঘটনার পর জঙ্গি আস্তানায় অভিযানে নেমে পড়েছে সামরিক বাহিনীর সদস্যরা। আকাশ পথে চেতক হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছে। তবে কে এই জঙ্গি সংগঠন হামলা চালায় তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। তবে হামলার ধরন অনুযায়ী জানা গেছে যে এই হামলার পিছনে রয়েছে লস্কর ই তৈইবা এবং আল কায়দা। আজকের এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের সরাস্ট্র মন্ত্রী অমিত শাহ গভীর শোক প্রকাশ করেছেন। গত দুই দিন আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শুরু হয়েছিল জি ২০,টি, আন্তর্জাতিক সম্মেলন। তার রেশ কাটতে না কাটতে ঠিক জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার গাড়োয়ালে বড় ধরনের হামলা চালালো জঙ্গিরা।।