কাশিমপুরে মাদক কারবারি আটক- ১

- আপডেট টাইম : ০৯:০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১১৪ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ শাওন হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
শনিবার(০৯ সেপ্টেম্বর)রাত ১০.৪৫ ঘটিকার দিকে মহানগরের কাশিমপুরের ৫ নং ওয়ার্ডের সুরাবাড়ি ভূমিহীন আশ্রয়ণ প্রকল্প এলাকায় মামুনের মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাওন হোসেনকে আটক করে কাশিমপুর থানা পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একাব আলী নামের আরেক মাদক কারবারি পালিয়ে যান।
এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন।তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।