গলায় ছুরিকাঘাত করে খুন
- আপডেট টাইম : ০৫:০৩:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১
- / ২৮৬ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥
গাজীপুরে কলেজ ছাত্র এক ইজিবাইক চালককে গলায় ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ শুক্রবার মহানগরীর কাশিমপুর সারদাগঞ্জ এলাকার পুকুরপাড়ের একটি বাঁশঝাড়ের নীচ থেকে উদ্ধার করা হয়। নিহতের নাম- মোঃ রুবেল (১৯)। নওগাঁ জেলার রাণীনগর থানার ভেবরাগাড়ি এলাকার সিরাজুল ইসলামের ছেলে রুবেল সাভারের একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকার কলিম উদ্দিনের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন রুবেল। তার বাবা-মা স্থানীয় বেক্সিমকো কারখানায় চাকুরি করেন। করোনার পরিস্থিতির কারনে কলেজ বন্ধ থাকার সুযোগে সংসারের খরচ যোগাতে এলাকায় ব্যাটারি চালিত যাত্রীবাহী ইজিবাইক চালাতেন রুবেল। প্রতিদিনের মতো বৃহষ্পতিবার তিনি বাসা থেকে ইজিবাইক নিয়ে বের হন। এরপর রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ হন রুবেল। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায় নি। পরদিন (শুক্রবার) সকালে স্থানীয় সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার পুকুরপাড়ে তাজুল ইসলামের বাঁশঝাড়ের নীচে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। তবে তার ইজিবাইকটি পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় একাধিক ছুরিকাঘাতে তাকে হত্যা করে লাশ সেখানে পালিয়ে যায় দুর্বত্তরা। নিহতের পকেট থেকে ইজিবাইকের চাবি পাওয়া গেছে। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে, না-কি অন্য কোন কারনে তাকে খুন করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।