কুমিল্লা’র কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি কর্তৃক ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার সহ ০১জন আসামী গ্রেফতার করা – হয়েছে

- আপডেট টাইম : ০১:১৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৩২৪ ১৫০.০০০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – গতো ০৭/০৯/২০২৩খ্রিঃ তারিখে কুমিল্লা’র কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই(নিঃ) মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা রেল গেইট সংলগ্ন পূর্ব পার্শ্বে আলম ভিলার সামনে পাকা রাস্তার উপর হতে আসামী আব্দুল কাদের (২৫), পিতা-মৃত আলম সিকদার, মাতা-আকলিমা বেগম ,স্থায়ী: গ্রাম- অশোকতলা (রেল গেইট সংলগ্ন, নাজেব হোসেন এঁর বাড়ীর ভাড়াটিয়া), উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা, বাংলাদেশ, বর্তমান: গ্রাম- অশোকতলা (রেল গেইটের দক্ষিণ পার্শ্বে ইমাম হোসেন দারোগার বাড়ীর নীচতলার ভাড়াটিয়া), উপজেলা/থানা- কোতয়ালী, জেলা -কুমিল্লাকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-২৫, তারিখ- ০৭/০৯/২০২৩; ধারা-৩৬(১) সারণির ১৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এঁ রুজু করা হয়।