কমলনগরের সাধারন ক্রেতাগন জিম্মি কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীর নিকট

- আপডেট টাইম : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ২২১ ১৫০.০০০ বার পাঠক
লক্ষ্মীপুরের কমলনগর হাজির হাট বাজার কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীর দখলে বাজার। দেখা যায় যেমন আলু পেঁয়াজ রসুন চাল ডাল তেল গ্যাস কাঁচা তরকারি মাছ গরুর মাংস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সিন্ডিকেট করে রাখে কিছু অসাধু ব্যবসায়ী। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ ।
বাজার ঘুরে দেখা যায়, আরো একটা সিন্ডিকেট আছে সেটা হয়েছে মাছ বাজার। বাজারে একাধিক ইলিশ মাছ ব্যবসায়ী আছে। তাহারা ১৫\১৬\ জন মিলে বাজার দর নির্ধারণ করে এবং নির্ধারিত দামের কমে মাচ বিক্রি করে না তাহাদের নির্ধারিত দর অনুযায়ী আপনাকে কিনতে হবে মাছ। সাধারণ মানুষের একটাই দাবি এই অসাধু ব্যবসায়ীদের উপর সব সময় প্রশাসনের নজর রাখা উচিত। যেন সরকারের নির্ধারিত চার্ট অনুযায়ী পূর্ণ বেচা কিনা করেন।
এলাকার সাধারন ক্রেতাগন এই অসাধু ব্যবসায়ীদের কে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়ের হস্তক্ষেপ কামনা করেন ।