ডোবা থেকে হাত ও মুখ বাঁধা শিশুর লাশ উদ্ধার
- আপডেট টাইম : ০৪:৪০:৫২ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার,খুলনা অফিস॥
খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের একটি ডোবা থেকে তামিম মোল্লা নামে ৭ বছরে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় লাখোহাটি গ্রামের তরিকুল মোল্লার ছেলে তামিম বাড়ি থেকে বের হয়। এর পর সে আর বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে তামিমের সন্ধানে মসজিদ থেকে মাইকিং করা হয়। বিকেল ৪টার দিকে স্থানীয়রা লাখোহাটি গ্রামের একটি ডোবায় হাত ও মুখ বাঁধা অবস্থায় তামিমের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ চৌধুরী বলেন, শিশুটির হত্যাকারীদের গ্রেফতার ও হত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।