রায়পুরে আখ চাষে সফল কৃষক ফারুক
- আপডেট টাইম : ০৭:৪৬:৫৮ পূর্বাহ্ণ, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯১ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুর রায়পুর কৃষি খামারে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৩নং চর মোহনা ৬ নং ওয়ার্ডের কৃষক ফারুক ২৫ ডিসিম জমিতে আখ চাষ করে সফলতা অর্জন করে। এমন চিন্তা মাথায় রেখেই বাড়ীর পাশে লিজের জমিতে আখ চাষ করেছেন। আখ চাষ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার জমিতে আখ চাষ করে সফল হয়েছে। বর্তমানে তার ক্ষেতের আখ যেমনটা দেখতে সুন্দর, তেমনটা মোটাতাজা হয়েছে। কৃষক ফারুক জানান,২৫ ডিসিম জমিতে এক বছর আগে আখের চারা রোপন করেন। তার ক্ষেতে মাটি সংস্কার,সেচের পানি দেয়া,ঔষধ পত্র সহ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে তার ক্ষেতে যে পরিমান আখ হয়েছে তা বিক্রি করলে প্রায় লাখ টাকা বিক্রি করবেন বলে আশা প্রকাশ করেন। তার এই আখ চাষের সফলতা এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। আশপাশের কৃষকরা প্রায়ই এসে তার ক্ষেতের আখ চাষের নিয়ম জেনে যাচ্ছেন।ফারুক আরো বলেন, আখ চাষে লাভ বেশি হলেও প্রচুর কষ্ট হওয়ায় অনেকে এটা চাষ করতে চায়না। আমার চাষ করার কারণ হলো এক সাথে টাকাটা পাওয়া যায় এবং কয়েকটি পরিবার আমার আখ বিক্রি করে সংসার চালায়। এই ব্যাপারে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন বলেন, আখ চাষ করতে কৃষি অফিস থেকে কৃষকদের সরকারী সহযোগিতার ও বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এতে করে আখ চাষীরা অনেকটা উপকৃত হয়েছে। পাশাপাশি কৃষকেদের আখ চাষে আগ্রহী হতে আহবান করি।