ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক এলাকায় বাণিজ্যিক খামার তৈরি করায় অতিষ্ঠ এলাকাবাসী দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত ১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন: প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নিতে জাতিসংঘকে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার কাকরাইলে জাল জালিয়াতির রাজউক নকশার মাধ্যমে গড়ে তোলেন বহুতল ভবন কোস্ট গার্ডের অভিযানে ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটকসহ জিম্মি থাকা দুই জেলে উদ্ধার ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

ভয়ংকর ভুয়া অশিক্ষিতো কাজী সাইফুল অপসাংবাদিকতায় ব্যাস্ত কুমিল্লায়

দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান ক্রাইম রিপোর্ট
  • আপডেট টাইম : ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ২৫২ ৫০০০.০ বার পাঠক

সূএ তথ্য মতে জানান – বাংলাদেশের কুৃমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কোতয়ালী থানাধীন – ৩ নং দূর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের খেতাসার গ্রামে ২০০৭/২০০৮ – সালে – পাশের গ্রাম – চম্পকনগর(সাতরা) গ্রামের নিবাসী মাসুদকে মার্ডার করে কাজী সাইফুল – ধাঁরালো অস্ত্র দিয়ে। পরবর্তীতে বাংলাদেশের কয়েকটি – গণমাধ্যমে উক্ত বিষয় প্রচার হয়। কিছুদিন পূর্বেও মাসুদ মার্ডারের অন্যতমো আসামী কাজী সাইফুলের বিচার চেয়ে – কয়েকটি জাতীয় দৈনিক পএিকায় নিউজ প্রকাশ হয়েছে। কাজী সাইফুল, পিতা – মৃত রেশন কাজী – নিজেকে সাংবাদিক দাবী করে, এলাকাবাসী’রা চাচ্ছে – কুৃমিল্লা’র এসপি সাহেব যেনো – কাজী সাইফুলকে ডেকে নিয়ে – দ্বিতীয় শ্রেনীর বই দেয় – রিডিং পড়ার জন্য, দেখুক পারে কি?!। যদি না পারে – তাঁহলে এসপি সাহেব যেন – কাজী সাইফুলের বিরুদ্ধে ব্যবস্হা নেয়। কাজী সাইফুল মোটর সাইকেলে তিনটি পএিকার ষ্টিকার লাগিয়ে ঘুড়ে, কুমিল্লার বিভিন্ন – এলাকায় সাংবাদিক পরিচয়ে করছে – এাসের রাজত্ব, সাংবাদিক পরিচয় দিয়ে – লোকজনকে উক্ত ইউনিয়নের

রাজাপুর গ্রামের খাল পাড়ের রাস্তার পাশের তাঁর বাড়ীর বিভিন্ন ঘরে নিয়ে – জিম্মি করে টাকা নেয়ার অভিযোগও পাওয়া গেছে। খেতাসারের তাহেরের পাওনা টাকা উদ্ধার করে দিবে বলে – তাঁর থেকে ষ্টাম্প নিয়ে যায়, পরবর্তীতে – কাজী সাইফুল পার্টির কাছ ৫০,০০০ টাকা নিয়ে আর তাহেরকে দেয়নি – জানান তাহের। তাহেরের পিতা’র নাম – মৃত সুন্দর খালেক। কাজী সাইফুল – টাকার জন্য অবৈধ অস্ত্র ব্যবহার করে – মানুষের উপর, লোকজন টাকা না দিতে চাইলে – গুন্ডা এনে – তোঁকে জানে মেরে ফলবো – হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলবো – বলে হুমকি দেয়, কাজী সাইফুল কুৃমিল্লা জেলা পুলিশের একজন তালিকাভুক্ত আসামী , কাজী সাইফুল – কুমিল্লায় চালাচ্ছে সাংবাদিককতার নামে – এাসের রাজত্ব। আসলে সে ভুয়া সাংবাদিক। কাজী সাইফুল অনেক ভুক্তভোগী নারীর নিউজের কাজ করে দিবে বলে – মোটা অংকের টাকা নেয় ও ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে, ভুক্তভোগী নারীর অভিযোগে জানা যায়। কাজী সাইফুলের মাদক সম্রাজ্য পরিচালনা করে – ভাগিনা সুমন, সুমন ঝাগুড়ঝুলি বিশ্বরোড এলাকায় বাসা ভাড়া নিয়ে – তাঁর স্ত্রীকে নিয়ে – উক্ত মাদক ব্যাবসা করে যাচ্ছে, গতো কয়েক বছর আগে – সুমনের মামাতো ভাইকে মাদকের পাইকারি চালান দিয়ে – বিদেশে কাজী সাইফুলের সহযোগীতায় পাঠালে – ঐ মাদকের চালান – বিদেশে পুলিশের কাছে ধরা পরলে – ঔ ব্যাক্তি বিদেশে ৫ বছর জেল খেটে বাংলাদেশে ফিরে। এবং সে নিজের মেয়েকে দিয়ে – এক ছেলেকে জিম্মি করে ২০,০০০০০ টাকা কাবিন করে – যে কাবিনের ব্যাপারে ছেলের বাবা ও মা জানে না।
কুমিল্লা’র বিভিন্ন এলাকার লোকজন জানান – দুষ্কৃতকারী ভুয়া সাংবাদিক কাজী সাইফুল গংদের যদি প্রশাসন তাড়াতাড়ি আইনের আওতায় না আনে – তাহলে এলাকাবাসীরা তাঁদের গণধোলাই দিবে। উক্ত দু্ষ্কৃতকারী কাজী সাইফুল গংদের আইনের আওতায় এনে – দৃষ্টান্তমূলোক শাস্তি প্রদানের অনুরোধ জানান – কুমিল্লার সুশীল সমাজ – কুৃমিল্লা জেলা পুলিশের প্রতি।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভয়ংকর ভুয়া অশিক্ষিতো কাজী সাইফুল অপসাংবাদিকতায় ব্যাস্ত কুমিল্লায়

আপডেট টাইম : ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

সূএ তথ্য মতে জানান – বাংলাদেশের কুৃমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কোতয়ালী থানাধীন – ৩ নং দূর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের খেতাসার গ্রামে ২০০৭/২০০৮ – সালে – পাশের গ্রাম – চম্পকনগর(সাতরা) গ্রামের নিবাসী মাসুদকে মার্ডার করে কাজী সাইফুল – ধাঁরালো অস্ত্র দিয়ে। পরবর্তীতে বাংলাদেশের কয়েকটি – গণমাধ্যমে উক্ত বিষয় প্রচার হয়। কিছুদিন পূর্বেও মাসুদ মার্ডারের অন্যতমো আসামী কাজী সাইফুলের বিচার চেয়ে – কয়েকটি জাতীয় দৈনিক পএিকায় নিউজ প্রকাশ হয়েছে। কাজী সাইফুল, পিতা – মৃত রেশন কাজী – নিজেকে সাংবাদিক দাবী করে, এলাকাবাসী’রা চাচ্ছে – কুৃমিল্লা’র এসপি সাহেব যেনো – কাজী সাইফুলকে ডেকে নিয়ে – দ্বিতীয় শ্রেনীর বই দেয় – রিডিং পড়ার জন্য, দেখুক পারে কি?!। যদি না পারে – তাঁহলে এসপি সাহেব যেন – কাজী সাইফুলের বিরুদ্ধে ব্যবস্হা নেয়। কাজী সাইফুল মোটর সাইকেলে তিনটি পএিকার ষ্টিকার লাগিয়ে ঘুড়ে, কুমিল্লার বিভিন্ন – এলাকায় সাংবাদিক পরিচয়ে করছে – এাসের রাজত্ব, সাংবাদিক পরিচয় দিয়ে – লোকজনকে উক্ত ইউনিয়নের

রাজাপুর গ্রামের খাল পাড়ের রাস্তার পাশের তাঁর বাড়ীর বিভিন্ন ঘরে নিয়ে – জিম্মি করে টাকা নেয়ার অভিযোগও পাওয়া গেছে। খেতাসারের তাহেরের পাওনা টাকা উদ্ধার করে দিবে বলে – তাঁর থেকে ষ্টাম্প নিয়ে যায়, পরবর্তীতে – কাজী সাইফুল পার্টির কাছ ৫০,০০০ টাকা নিয়ে আর তাহেরকে দেয়নি – জানান তাহের। তাহেরের পিতা’র নাম – মৃত সুন্দর খালেক। কাজী সাইফুল – টাকার জন্য অবৈধ অস্ত্র ব্যবহার করে – মানুষের উপর, লোকজন টাকা না দিতে চাইলে – গুন্ডা এনে – তোঁকে জানে মেরে ফলবো – হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলবো – বলে হুমকি দেয়, কাজী সাইফুল কুৃমিল্লা জেলা পুলিশের একজন তালিকাভুক্ত আসামী , কাজী সাইফুল – কুমিল্লায় চালাচ্ছে সাংবাদিককতার নামে – এাসের রাজত্ব। আসলে সে ভুয়া সাংবাদিক। কাজী সাইফুল অনেক ভুক্তভোগী নারীর নিউজের কাজ করে দিবে বলে – মোটা অংকের টাকা নেয় ও ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে, ভুক্তভোগী নারীর অভিযোগে জানা যায়। কাজী সাইফুলের মাদক সম্রাজ্য পরিচালনা করে – ভাগিনা সুমন, সুমন ঝাগুড়ঝুলি বিশ্বরোড এলাকায় বাসা ভাড়া নিয়ে – তাঁর স্ত্রীকে নিয়ে – উক্ত মাদক ব্যাবসা করে যাচ্ছে, গতো কয়েক বছর আগে – সুমনের মামাতো ভাইকে মাদকের পাইকারি চালান দিয়ে – বিদেশে কাজী সাইফুলের সহযোগীতায় পাঠালে – ঐ মাদকের চালান – বিদেশে পুলিশের কাছে ধরা পরলে – ঔ ব্যাক্তি বিদেশে ৫ বছর জেল খেটে বাংলাদেশে ফিরে। এবং সে নিজের মেয়েকে দিয়ে – এক ছেলেকে জিম্মি করে ২০,০০০০০ টাকা কাবিন করে – যে কাবিনের ব্যাপারে ছেলের বাবা ও মা জানে না।
কুমিল্লা’র বিভিন্ন এলাকার লোকজন জানান – দুষ্কৃতকারী ভুয়া সাংবাদিক কাজী সাইফুল গংদের যদি প্রশাসন তাড়াতাড়ি আইনের আওতায় না আনে – তাহলে এলাকাবাসীরা তাঁদের গণধোলাই দিবে। উক্ত দু্ষ্কৃতকারী কাজী সাইফুল গংদের আইনের আওতায় এনে – দৃষ্টান্তমূলোক শাস্তি প্রদানের অনুরোধ জানান – কুমিল্লার সুশীল সমাজ – কুৃমিল্লা জেলা পুলিশের প্রতি।