মাদারীপুর ডিসি অফিসের দালাল চক্র বর্তমান টার্গেট শরীয়তপুর মাঠে নেমেছে দুদক
- আপডেট টাইম : ০৭:৪১:২৫ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০২৩
- / ২৬৫ ৫০০০.০ বার পাঠক
মাদারীপুরে ডিসি অফিসের চিহ্নিত তালিকাভুক্ত দুর্নীতিবাজ দালাল বাহাদুর হাওলাদার গং দের বর্তমান টার্গেট শরীয়তপুর জেলার চার লেন রাস্তার ২ টি প্রকল্পে অর্ধশত কোটি টাকা হাতিয়ে নেয়ার।মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করেন, এবং ,শরীয়তপুর সদর থেকে সখিপুরের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত এবং পদ্মা সেতু অ্যাপ্রোচ থেকে শরীয়তপুর সদর পর্যন্ত ৫৮ কিলোমিটার দুটি ফোরলেন সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। শরীয়তপুর বাসীর স্বপ্নের এই সড়ক দুটির কাজ সম্পন্ন হলে ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলসহ সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগের নিরাপদ ও সহজ নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সড়ক যোগাযোগ এক নতুন দিগন্ত উন্মোচন হবে; যা শরীয়তপুরকে যোগাযোগ, শিল্পায়ন ও কৃষিসহ সার্বিক উন্নয়নের শিখড়ে পৌঁছে দিবে। স্থানীয় ব্যক্তিরা বলেন অনিয়ম ওদুর্নীতি বন্ধ না করতে পারলে প্রকল্প ব্যয় অনেকটা বেড়ে যাবে । ক্ষমতার অপব্যবহার করে মোটা অংকের টাকা খেয়ে কাউকেই তোয়াক্কা করে নাই দুর্নীতির উৎসবে মেতে ছিলেন মাদারীপুরের ডিসি অফিসের এল এ শাখার দুই সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান ও সার্ভেয়ার রাসেল সহ ২০ দালাল অনিয়ম ও দুর্নীতির বিষয়টি প্রশাসনের নজরে আসলে ভূমি মন্ত্রণালয় থেকে গঠন করা হয় তদন্ত কমিটি এবং মাদারীপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার এমন ঘটনার সঙ্গে জড়িত ২০ দালাল ও আরো দুই সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন (দুদকে) চিঠি দিয়েছিলেন। পরবর্তীতে ২৯ কোটি টাকা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সার্ভেয়ার রাসেল ও মুস্তাফিজুর রহমান কে চাকরিঢুক্ত করা হয় এবং পরবর্তীতে দালাল শাহিন বেপারী ও হুমায়ুন ঢালি নামক দুই দালাল কে গ্রেফতার করে মাদারীপুরের গোয়েন্দা পুলিশ, মাদারীপুর ডিসি অফিসের চিহ্নিত দালাল বাহাদুর গং মাদারীপুরে ডিসি অফিসের বর্তমান পরিস্থিতি ঘোলাটে বিধায় দালাল চক্র বাহাদুর গংরা বর্তমানে পাড়ি জমিয়েছেন শরিয়তপুর জেলার চার লেন প্রকল্পের দুইটি অধিগ্রহণ এলাকার অবকাঠামো বিলের দিকে । শরীয়তপুর চারলেন রাস্তার ২টি প্রকল্পে জমি অধিগ্রহণের সাথে দেয়া হচ্ছে বিভিন্ন অবকাঠামোর ক্ষতিপূরণ বিল
ক্ষতিপূরণ বিল দেয়ার ক্ষেত্রে, বিলের তালিকা প্রস্তুত করে গণপূর্ত বিভাগে পাঠানো হয় বিল তৈরি করার জন্য, পরবর্তীতে ডিসি অফিসের এল এ শাখা হইতে ক্ষতিগ্রস্ত পরিবারদের ব্যাংকের চেক এর মধ্য দিয়ে ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হয় ।এ সুযোগ কাজে লাগাতে পাঁচটি মৌজার স্থানীয়দের লোভ লালসায় ফেলে স্থানীয়দের পুরনো অবকাঠামো এর সাথে নতুন অবকাঠামো,ঘর, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ,
এবং সমস্ত অবকাঠামোর ক্ষতিপূরণ উত্তোলন করার ক্ষেত্রে গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও শরীয়তপুর ডিসি অফিসের এল এ শাখার কর্মকর্তাদের চোখে ধুলি দিয়ে ক্ষতিপূরণ বিল উত্তোলনের আশায় প্রতিনিয়ত ডিসি অফিসে দৌড়ঝাপ করছেন এ দালাল চক্র শরীয়তপুর ডিসি অফিসের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তা জানায় যতই দৌড় ঝাঁপ করুক দালাল চক্র কোন লাভ হবে না কারণ এই চক্রের বিরুদ্ধে মাঠে কাজ করতেছেন, দুর্নীতি দমন কমিশন ( দুদক) সরজমিন অনুসন্ধানে দেখা যায় ২০-২৫ জনের একটি শক্তিশালী দালাল চক্ররয়েছে তাদের নামের তালিকা:-(১) বাহাদুর হাওলাদার পিতা:-কালু হাওলাদার, স্থায়ী ঠিকানা:-গ্রাম দোতারা, ইউনিয়ন কাঠালবাড়ি, থানা:- শিবচর, জেলা মাদারীপুর (২) এমদাদ মাদবর, পিতা:- দোবির মাদবর, স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাওডোবা, জৈনুদ্দিন মাদবর কান্দি, থানা:-পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর, (৩) লাল মিয়া মোলঙ্গী, পিতা:-হানিফা মোলঙ্গী, স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাওডোবা সিকিম আলী মোলঙ্গী কান্দি, থানা:-পদ্মা সেতু দক্ষিণ (৪) খোকন ভাঙ্গি পিতা :-আলী আহমেদ বাঙ্গি, স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাওডোবা, মজিদ ঢালীর কান্দি, থানা:-পদ্মা সেতু দক্ষিণ (৫) লিপি, পিতা:-খালেক শিকদার, বর্তমান ঠিকানা:-পশ্চিম নাওডোবা মাইনুদ্দিন জমাদ্দার কান্দি, থানা:-পদ্মা সেতু দক্ষিণ (৬) দেলোয়ার মুন্সী, পিতা:-মৃত রশিদ মুন্সী, স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাওডোবা বাজার সংলগ্ন হাজী মন্নাফ ফকির কান্দি, থানা:-পদ্মা সেতু দক্ষিণ (৭) মেজবা জমাদ্দার, পিতা:-মৃত শফিউদ্দিন জমাদ্দার, স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাওডোবা মাইনুদ্দিন জমাদ্দার কান্দি, থানা:-পদ্মা সেতু দক্ষিণ (৮) শাকিল মুন্সী ,পিতা :-মৃত লতিফ মুন্সি, স্থায়ী ঠিকানা:-কুতুবপুর, থানা:- শিবচর, জেলা:-মাদারীপুর(৯) সামাদ মাঝি, পিতা:-আবু আলী মাঝি, স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাডুবা সদাগর কান্দি, থানা:-পদ্মা সেতু দক্ষিণ, জেলা:-শরীয়তপুর, (১০) নাজমুল মোল্লা, পিতা:-মৃত সত্তর মোল্লা, স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাওডোবা বাজার সংলগ্ন, থানা:-পদ্মা সেতু দক্ষিণ, (১১) ইলিয়াস মাতবর, পিতা :-ইব্রাহিম মাদবর, স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাওডোবা, থানা:-পদ্মা সেতু দক্ষিণ, (১২) বাদল জমাদার, পিতা:-মৃত কোবির জমাদ্দার, স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাওডোবা মাইনুদ্দিন জমাদ্দার কান্দি, থানা:-পদ্মা সেতু দক্ষিণ(১৩) একই গ্রামের ,জনাব মিন্টু হাওলাদার (১৪) কাদির শিকদার, পিতা:-মৃত সামসু শিকদার, স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাওডোবা মজিদ ঢালীর কান্দি, থানা:-পদ্মা সেতু দক্ষিণ, (১৫) হারুন হাওলাদার, পিতা:-আক্তার হাওলাদার, স্থায়ী ঠিকানা:- পশ্চিম নাওডোবা মহসিনা মাদ্রাসা সংলগ্ন, থানা:-পদ্মা সেতু দক্ষিণ,(১৬) কাশেম ফকির,পিতা:- হামিজ উদ্দিন ফকির,স্থায়ী ঠিকানা:-পশ্চিম নাওডোবা সাকিম আলী পঞ্চায়েত কান্দি, থানা:- পদ্মা সেতু দক্ষিণ(১৭) মুজিবর মাদবর (১৮) মোহাম্মদ কাশি, সহ ২০-২৫. জনের জাজিরা উপজেলার, পশ্চিম নাওডোবা ও মাদারীপুর জেলার, শিবচর থানা এলাকার, সহ দুর্নীতিবাজ দালাল চক্র রয়েছে,এমনই অভিযোগ করেন (১২৮) পরিবার।
সরজমিন অনুসন্ধানে দেখা যায় এবং স্থানীয়দের সাথে আলাপকালে তারা বলেন আমরা অনেক ক্ষেত্রে কিছু অনিয়মের সাথে এক মত প্রকাশ করি কারণ আমাদের ১৪ পুরুষের ভিটেবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান দেশের উন্নয়নের ক্ষেত্রে অধিগ্রহণের সময় স্বইচ্ছায় দিয়ে থাকি কিন্তু দালাল চক্ররা আমাদের এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী সন্ত্রাসীদের সাথে নিয়ে আমাদের বাড়িতে বাড়িতে আসেন এবং আমাদের এলাকার সহজ সরল মানুষদের ফাঁদে ফেলে এবং উল্টোপাল্টো বুঝিয়ে অধিকগ্রহণ এলাকার অবকাঠামো বিলের বড় অংশ হাতিয়ে নেন পাশাপাশি নতুন অবকাঠামো উত্তোলন করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন ।
আমাদের এতই হয়রানি করেন আমরা বাধ্য হইয়া দালালদের খাদে পাও দেই । যেমন শরীয়তপুর সদর হইতে নরসিংহপুর ফেরিঘাট যাওয়ার পথে বালার বাজার নামক স্থান অধিগ্রহণ এর আওতায় পড়েছে স্থানীয় মিলন ঘোষ পিতা:-গণেশ ঘোষ, এর দুই তলা ভবন অধিগ্রহণে পরার কারণে স্থানীয় প্রভাবশালী ও দালাল চক্ররা বিভিন্ন ধরনের লোভ-লালসায় ফেলে অবকাঠামো বিলের চুক্তি করেন
সরকারি কর্মকর্তারা ভবনের যতটুকু অংশ অধিগ্রহণে পরে ততটুকু ভেঙ্গে দেয়, ভাঙ্গার কারণে ভবনের আকৃতি ও গঠন নষ্ট হয়ে যায় ভবন মালিক বাধ্য হয়ে পুরো ভবনের ক্ষতিপূরণ বিল উত্তোলনের আশায় ডিসি অফিসের চিহ্নিত দালাল বাহাদুর হাওলাদার গং দের সাথে যোগাযোগ করতে বাধ্য, বালার বাজার আরো একজন মার্কেট মালিক ,রেখা, স্বামী :-করিম, তিনিও একই কথা বলেন তাদের মার্কেট আংশিক সীমানা অধিগ্রহণে পরে পুরো মার্কেট এর উচ্চ হারে ক্ষতিপূরণ বিল পাবার আশায়, (১৫) লক্ষ টাকা দিয়েছেন, তাদের আশ্বাস দেন পুরো ভবন ও মার্কেট এর তালিকা প্রস্ত এবং ৩/৪ গুণ বেশি হারে ক্ষতিপূরণ বিল পাইয়ে দেয়ার ব্যবস্থা করবেন, এছাড়াও অনেকে নগদ লক্ষ লক্ষ টাকা দিয়েছেন বলে অভিযোগ করেন।শরীয়তপুর হইতে জাজিরা যাওয়ার পথে রাজনগর মৌজার পুনাই খার কান্দির ,আমির হোসেন খান পিতা:-আব্দুর রশিদ খান , নূর হোসেন খান পিতা:-আব্দুর রশিদ খান, দুই ভাইয়ের বসত বাড়িটি চারলেন রাস্তার প্রকল্পের অধিগ্রহণে পড়ে যাবে তা তারা দুই ভাই জানতেন না (৪) ধারা নোটি দেওয়ার পর এবং ডিসি অফিসের মাধ্যমে ভিডিও ধারণ করার পর তারা বুঝতে পারলেন তাদের বসতবাড়ি অধিগ্রহণে পড়ে গেছেন এবং ঘর, গাছ , সহ সমস্ত অবকাঠামো এর ক্ষতিপূরণ বিল শরীয়তপুর ডিসি অফিস হইতে দেবে, এই সুযোগকে কাজে লাগাতে অন্য স্থানে তাদের কেনা একটি ঘর সামনে পিছনে বারান্দা ও পাটাতন করা একটি চৌচালা বড় ঘর কেনা ছিল তড়িঘড়ি করে রাতারাতি সেই ঘরটি নিজ বসতবাড়িতে উত্তোলন করেন কিন্তু ডিসি অফিসের কর্মকর্তারা প্রথমে সেই ঘরটি তালিকায় উঠাতে চায়নি পরবর্তীতে শরীয়তপুর ডিসি অফিসের চিহ্নিত দালাল, ইলিয়াস মাতবর পিতা:-ইব্রাহিম মাদবর, স্থায়ী ঠিকানা:- জাজিরা উপজেলার, পশ্চিম নাওডোবার বাসিন্দা,এর মাধ্যমে পরবর্তীতে তালিকা প্রস্তুত করানো হয় যাহা বর্তমানে ৮ ধারা নোটিশ পাওয়ার চূড়ান্ত পর্যায়ে ,এছাড়া খিলগাঁও মৌজায় বেলি ব্রিজ সংলগ্ন মসজিদের পেছনে,৫ টি ঘরের অবকাঠামো বিল চূড়ান্ত পর্যায় ৮ দ্বারা নোটিশ হাতে পেয়েছেন এর পিছনে সকল ধরনের সহযোগিতা করেন মোঃ শাকিল মুন্সী, পিতা: মৃত লতিফ মুন্সি ও খোকন বাঙ্গি, পিতা:- আলী আহমেদ বাঙ্গি , এ বিষয়ে যাদের নামে আট ধারা নোটিশ হয়েছে তাদের সাথে কথা বললে তারা জানায় উল্লিখিত দুই ব্যক্তি আমাদের বসতবাড়িতে তিনটি বড় চৌচালা ঘর নির্মাণ করেছেন এবং আমাদের পাঁচ জনের নামে ক্ষতিপূরণ বিল এর ৮ দ্বারা নোটিশ পেয়েছি আমরা উল্লেখিত দুই ব্যক্তি কাছে কৃতজ্ঞ তবে তাদেরকে বড় ধরনের অংশ দেয়া হবে কারণ এই দুই ব্যক্তি অধিগ্রহণের আগাম সংবাদ শরীয়তপুর ডিসি অফিস হইতে জানতে পেরে আমাদের বসতবাড়িতে আগের দুইটি ঘর থাকা অবস্থায় তড়িঘড়ি করে আরো তিনটি ঘর নিজেদের টাকায় উত্তোলন করেছেন এবং গণপূর্ত বিভাগের অফিসে ও শরীয়তপুর ডিসি অফিসের এল এ শাখার সকল ধরনের দৌড় ঝাঁপ শাকিল মুন্সী ও খোকন বাঙ্গী নিজেরাই করেছেন আট দ্বারা নোটিশ যাদের নামে হয়েছে (১) মফিজুল ঘোরামী পিতা:-আব্দুল গনি ঘোরামী (২) আজিজুল ঘোড়ামী পিতা:-আব্দুল গনি ঘোরামী (৩) মুজিবর ঘোরামী পিতা:-আব্দুল গনি ঘোরামী (৪) মোশারফ ঘোরামী পিতা:-আব্দুল গনি ঘোরামী (৫) আব্দুল গনি ঘোরামী,পিতা:- মৃত ওসমান ঘোরামী।এ এছাড়া খিলগাঁও মৌজায় পোড়া কান্দি তেলের মিল সংলগ্ন পশ্চিম নাওডোবার দালাল দেলোয়ার মুন্সী পিতা-মৃত রশিদ মুন্সী এর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া যায়, খিলগাঁও মৌজার পোড়াকান্দি, অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে যে সকল অবকাঠামো বিল চূড়ান্ত করা হয়েছে আংশিক নামের তালিকা দেওয়া হল(১) জনাব হক সাহেব পিতা:-আলী সরদার(২) মোশারফ কাজী পিতা:- আবদুর রব কাজী (৩) আসাল উদ্দিন সরদার পিতা :-মৃত শহীজ উদ্দিন সরদার (৪) আক্তার মাদবর পিতা:- মৃত আবদুর রহমান মাদবর (৫) লিটন মুন্সী পিতা :- কালাই মুন্সি (৬) আব্দুল মজিদ নলি পিতা:- গনি নলি(৭) জয়নাল মাদবর ও রাসেল শরীয়তপুর ডিসি অফিসের নাম প্রকাশে অনিচ্ছু এক কর্মকর্তা বলেন খিলগাঁও মৌজার যে সকল অনিয়ম ও দুর্নীতির বিল আছে তা চূড়ান্ত পর্যায়ে এবং দু-একদিনেই অবকাঠামোর ক্ষতিপূরণ বিল বাবদ চেক প্রদান করা হবে এতে করে দালাল চক্র কোটি কোটি টাকা আত্মসাৎ করার চেষ্টায় মগ্ন রয়েছে।স্থানীয়রা উচ্চকণ্ঠে বলেন নাওডোবার ম্যাজিস্ট্রেট লিপি, ও তার গুরুপে যারাই ডিসি অফিসে দালালি করেন তারা আমাদের জন্য আশীর্বাদ ,
কারণ দালালরা আমাদের ভোগান্তি ছাড়া ন্যায্য ক্ষতিপূরণ এর চাইতে ৩/৪ গুণ বেশি ক্ষতিপূরণ বিল পাইয়ে দিতে সকল ধরনের সহযোগিতা করেন এবং বিনিময়ে দালালরা সমস্ত খরচ বাদ দিয়ে তিন ভাগের একভাগ নেন ।
রাজনগর মৌজা, খিলগাঁও মৌজা, ডগ্রি মৌজা, নশাসন মৌজার, যে সকল স্থানীয় বাসিন্দার সাথে সরজমিনে আলাপ হয় প্রত্যেক ব্যক্তি অধিগ্রহনের অবকাঠামোর বিলের তালিকায় নাম অন্তর্ভুক্ত
(১) আমির হোসেন খান পিতা:- আব্দুর রশিদ খান, রাজনগর মৌজার কুনাইখার কান্দি (২) নূর হোসেন খান পিতা আব্দুল রশিদ খান ,রাজনগর মৌজার, পুনাইখার কান্দী(৩) জয়নাল মুন্সী পিতা মৃত:-মনু মুন্সী, রাজনগর মৌজার পুনাই খারকান্দি (৪) আব্দুল করিম কবিরাজ পিতা:-নাসির কবিরাজ, রাজনগর মৌজা (৫) সিরাজ হাওলাদার পিতা মৃত:-মোসলেম হাওলাদার, রাজনগর মৌজা(৬) গনিমিয়া মাদবর পিতা:-ছিরু মাদবর, রাজনগর মৌজা (৭) লাল মিয়া মাদবর পিতা:-ছিরু মাদবর, রাজনগর মৌজা,(৮) শাহআলম সৈয়াল পিতা:-সাবেদ সৈয়াল, রাজনগর মৌজা,(৯) মোস্তফা বেপারী পিতা মৃত:-ওয়াজ উদ্দিন বেপারী , রাজনগর মৌজা(১০) রিনা আক্তার স্বামী:-মানিক সরদার, রাজনগর মৌজা,(১১) বাদশা সৈয়াল পিতা:-হোসেন সৈয়াল, রাজনগর মৌজা, থানার কান্দি (১২) সুমন আহমেদ সৈয়াল পিতা:-নুরুল হক সৈয়াল, রাজনগর মৌজা,(১৩) নুরুল হক সৈয়াল পিতা:-হোসেন সৈয়াল, রাজনগর মৌজা,(১৪) আনোয়ার সৈয়াল পিতা:-আব্দুল হাশেম সৈয়াল, রাজনগর মৌজা,(১৫) আব্দুর রহমান সৈয়াল পিতা:রশিদ সৈয়াল, রাজনগর মৌজা (১৬) সোহরাব হোসেন সরদার পিতা:-হাতেম আলি সরদার, রাজনগর মৌজা (১৭) আজাহার সরদার পিতা মৃত:-হাতেম আলী সরদার, রাজনগর মৌজা,(১৮) আমিনুল আকন পিতা:-হযরত আলী আকন, রাজনগর মৌজা (১৯) শমসের আলী ফকির পিতা:-আবেদ আলি ফকির, রাজনগর মৌজা, (২০) শামসুল হক ফকির পিতা:-আবেদ আলি ফকির, রাজনগর মৌজা,
(২১) মনির ফকির পিতা:-ওমর আলী ফকির, রাজনগর মৌজা,(২২) শাজাহান ফকির পিতা:- হাতেম আলী ফকির, রাজনগর মৌজা(২৩) দেলোয়ার হোসেন মিয়া পিতা:- আলী আহমেদ মিয়া, রাজনগর মৌজা,(২৪) মোতালেব আকন পিতা মৃত:- আমজাদ আকন,রাজনগর মৌজা, মিরবল কান্দি, (২৫) হক সাহেব পিতা:-আলী সরদার,খিলগাঁও মৌজা, পোড়াকান্দি তেলের মিল সংলগ্ন (২৬) মোশারফ কাজী পিতা :-আব্দুল রব কাজী, খিলগাঁও মৌজা (২৭) রাসেল (২৮) আসাল উদ্দিন সরদার পিতা মৃত :-শোহিজ উদ্দিন সরদার, খিলগাঁও মৌজা (২৯) আক্তার মাদবর পিতা মৃত:- আবদুর রহমান মাদবর, খিলগাঁও মৌজা,(৩০) লিটন মুন্সি পিতা:- কালাই মুন্সি, খিলগাঁও মৌজা,(৩১) জয়নাল মাদবর , খিলগাঁও মৌজা,(৩২) আব্দুল মজিদ নোলি পিতা :-গনি নোলি, খিলগাঁও মৌজা,(৩৩) মফিজুল গোঁড়ামি পিতা:-আব্দুল গনি গোড়ামী (৩৪) আজিজুল গোড়ামী পিতা :-আব্দুল গনি গোঁড়ামি, খিলগাঁও মৌজা,(৩৫) মুজিবর গোঁড়ামি পিতা :-আব্দুল গনি গোরামি, খিলগাঁও মৌজা,(৩৬) মোশারফ গোড়ামি,পিতা:- আব্দুল গনি গোড়ামী, খিলগাঁও মৌজা (৩৭) আব্দুল গনি গোড়ামী পিতা মৃত:- ওসমান গোড়ামী , খিলগাঁও মৌজা, (৩৮) মোস্তফা মোল্লা, ঠিকানা ডগ্রি মৌজা,(৩৯) সুমন ঢালী পিতা:- রশিদ ঢালী ঠিকানা:-ডগ্রি মৌজা,(৪০) রশিদ ঢালী পিতা মৃত:- কোফিল উদ্দিন ঢালী, ডগ্রী মৌজা,(৪১) মোস্তফা ঢালি পিতা:- রশিদ ঢালী, ডগ্রী মৌজা, (৪২) ফারুক ঢালী পিতা:- জব্বার ঢালী, ডগ্রী মৌজা,(৪৩) আনোয়ার ঢালী পিতা :-জব্বর ঢালী,ডগ্রী মৌজা, (৪৪) শমসের ঢালী পিতা মৃত :-শোহিজ উদ্দিন ঢালী, ডগ্রী মৌজা, (৪৫) জমির ঢালী পিতা মৃত :-মোহাম্মদ ঢালী, ডগ্রী মৌজা,(৪৬) কালু ঢালী পিতা মৃত:- মোহাম্মদ আলী,ডগ্রী মৌজা,(৪৭) আব্দুল খালেক ঢালী পিতা মৃত:- হাসেম ঢালী, ডগ্রী মৌজা, (৪৮) মোস্তফা মোল্লা পিতা:- আব্দুল মালেক মোল্লা,ডগ্রি মৌজা, মোছেন ঢালীকান্দি (৪৯) চুন্নু মোল্লা পিতা মৃত:- আব্দুল মালেক মোল্লা ,ডগ্রী মৌজা,(৫০) নান্নু মোল্লা পিতা-মৃত :-আব্দুল মালেক মোল্লা,(৫১) ফরহাদ মোল্লা পিতা মৃত :-আব্দুল মালেক মোল্লা (৫২) তোফাজ্জল হোসেন কাজী পিতা -মৃত :-মোহর আলী কাজী, ডগ্রী মৌজা,(৫৩) আরিফ কাজী পিতা- মৃত্যু :- মাওলানা আমির হোসেন কাজী,ডগ্রী মৌজা, (৫৪) রফিক কাজী পিতা -মৃত :-মাওলানা আমির হোসেন কাজী,ডগ্রী মৌজা (৫৫)কুদ্দুস খাঁ পিতা:- রমি খা,ডগ্রী মৌজা(৫৬) বাদশা খা পিতা :-ইউনুস খা,ডগ্রী মৌজা (৫৭) আলামিন খাঁ পিতা :-চিনু খা (৫৮) চিনু খা পিতা- মৃত :-রবিউল্লাহ খা,ডগ্রী মৌজা,(৫৯) লিটন কাজী পিতা-মৃত:- মোহাম্মদ কাজী,ডগ্রী মৌজা,(৬০) মজিবর কাজী পিতা-মৃত:- মোসলেম কাজী, ডগ্রী মৌজা,(৬১)ফারুক সৈয়াল পিতা মৃত :-হযরত আলী সৈয়াল,ডগ্রী মৌজা,(৬২) আনিস সৈয়াল পিতা মৃত :- হযরত আলী সৈয়াল, ডগ্রী মৌজা,(৬৩) শ্যামল কাজী পিতা:- ইসমাইল কাজী, ডগ্রী মৌজা,(৬৪) সুজন কাজী পিতা ইসমাইল কাজী, ডগ্রী মৌজা,(৬৫) সুমন কাজী পিতা :-ইসমাইল কাজী,ডগ্রী মৌজা,(৬৬) মালেক কাজী পিতা-মৃত:-হাফেজ কাজী,ডগ্রী মৌজা,(৬৭) দলু কাজী পিতা-মৃত:- এমদাদ কাজী, ডগ্রী মৌজা,(৬৮) হালান কাজী পিতা- মৃত:- এমদাদ কাজী, ডগ্রী মৌজা,(৬৯) লিটন মুন্সি পিতা :-আলাউদ্দিন মুন্সী ,(৭০) ফয়জুল খা পিতা:- বাবর আলী খাঁ, ডগ্রী মৌজ,(৭১) রুবেল খা পিতা :-ফয়জুল খা, ডগ্রী মৌজা,(৭২) গিয়াস উদ্দিন মুন্সী পিতা:- মনাই মুন্সী, ডগ্রী মৌজা,(৭৩) শামসুদ্দিন মুন্সী পিতা:- মনাই মুন্সী,ডগ্রী মৌজা,(৭৪) আলাউদ্দিন মুন্সী পিতা :-মনাই মুন্সী, ডগ্রী মৌজা,(৭৫) আক্তার হোসেন মুন্সী পিতা :-আলাউদ্দিন মুন্সী, ডগ্রী মৌজা,(৭৬) মনির মুন্সী পিতা:- আলাউদ্দিন মুন্সী, ডগ্রী মৌজা,(৭৭) খোবির মুন্সি পিতা :-আলাউদ্দিন মুন্সী, ডগ্রী মৌজা,(৭৮) শাজাহান মুন্সী পিতা :- ধলু মুন্সী,ডগ্রী মৌজা,(৭৯) গিয়াস উদ্দিন শেখ পিতা:- হাতেম আলী শেখ, ডগ্রী মৌজা,(৮০) আব্দুল রব শেখ পিতা:- হাতেম আলী শেখ,ডগ্রী মৌজা,(৮১) আবুল খায়ের শেখ পিতা :-আবেদ আলী শেখ,ডগ্রী মৌজা,(৮২) জিয়াউল হাসান থান্ডার পিতা :-আবেদ আলী শেখ (৮৩) সুলতান মাহমুদ স্বপন পিতা :-আবেদ আলী শেখ,ডগ্রী মৌজা,(৮৪) সানজিদা আমিন শিমু স্বামী:- হাসান আল মামুন ,ডগ্রী মৌজা,(৮৫) উজ্জ্বল ঢালি পিতা :-সামেদ ঢালী,ডগ্রী মৌজা,(৮৬) মোজিবর ঢালী পিতা মৃত :-সামেদ ঢালী,ডগ্রী মৌজা,( ৮৭)আফজাল ঢালী পিতা মৃত:- সামেদ ঢালী,ডগ্রী মৌজা,(৮৮) সারোয়ার ঢালী পিতা -মৃত :-সামেদ ঢালী, ডগ্রি মৌজা(৮৯) সিরাজ হাওলাদার পিতা :-জমির হাওলাদার,নশাসন মৌজা (৯০) মোতালেব শেখ পিতা:-আলাবকস শেখ,নশাসন মৌজা, (৯১) কুলসুম বেগম স্বামী -আমজাদ শেখ,নশাসন মৌজা,(৯২) আনেস শেখ, পিতা:-আমজাদ শেখ,নশাসন মৌজা(৯৩) কুদ্দুস শেখ পিতা:- আমজাদ শেখ,নশাসন মৌজা,(৯৪) সালাম শেখ পিতা:- আমজাদ শেখ, নশাসন মৌজা,(৯৫) আলামিন শেখ পিতা:- আমজাদ শেখ,নশাসন মৌজা(৯৬) জাকির শেখ পিতা :-আমজাদ শেখ, নশাসন মৌজা,(৯৭) দানেশ শেখ পিতা:- আমজাদ শেখ, নশাসন মৌজা,(৯৮) আলী হোসেন শেখ পিতা :- আমজাদ শেখ, নশাসন মৌজা,(৯৯) সত্তর শেখ পিতা :-আব্দুল রশিদ শেখ, নশাসন মৌজা,(১০০) ইয়াকুব শেখ, পিতা :-আইজুদ্দিন শেখ, নশাসন মৌজা,(১০১) দেলোয়ার ঢালী পিতা :-সমেদ ঢালী, নশাসন মৌজা(১০২) দুলাল ঢালী পিতা:- সমেদ ঢালী, নশাসন মৌজা,(১০৩)তারিফ ঢালী পিতা:- বারেক ঢালী,নশাসন মৌজা,(১০৪) ফারুক ঢালী, পিতা:- বারেক ঢালী,নশাসন মৌজা, (১০৫) জলিল ঢালী পিতা:- খালেক ঢালী, নশাসন মৌজা, (১০৬) বাবুল ঢালী পিতা:- খালেক ঢালী (১০৭)বারেক ঢালী পিতা:-খালেক ঢালী, নশাসন মৌজা,(১০৮) গোলাম হোসেন ঢালী, পিতা :-সামেদ ঢালী, নশাসন মৌজা, (১০৯) বিল্লাল ঢালী পিতা:- মোসেন ঢালী, নশাসন মৌজা,(১১০) আলমগীর ঢালী পিতা- মৃত:- কাদির ঢালী, নশাসন মৌজা,(১১১) হারুন ঢালী, পিতা: -মৃত -সমেদ ঢালী (১১২) মানিক ঢালী পিতা:- গয়জুদ্দিন ঢালী,নশাসন মৌজা,(১১৩) খোলিল ঢালী পিতা:-খোবির ঢালী,(১১৪) হালিমা বেগম স্বামী-মৃত:-সত্তর বেপারী,নশাসন মৌজা,(১১৫)নুরুল আমিন রতন মাস্টার পিতা- মৃত :-আবেদ আলী মাস্টার, নশাসন মৌজা (১১৬) ফয়জুল হক ঢালী পিতা:- দোইলোদিন ঢালি,নশাসন মৌজা,(১১৭) রাশিদা বেগম স্বামী:- ফয়জুল হক ঢালী, নশাসন মৌজা,(১১৮) এসকান চৌকিদার পিতা:-দৌলদিন চৌকিদার, ঠিকানা:-নশাসন মৌজা, সিটু ব্যাপারী কান্দি (১১৯) সামদের বেপারী পিতা:- সিরাজ উদ্দিন বেপারী,নশাসন মৌজা(১২০) রিপন বেপারী পিতা:- রশিদ বেপারী,নশাসন মৌজা,(১২১) মনির হোসেন বেপারী পিতা:- মুখর উদ্দিন বেপারী,নশাসন মৌজা,(১২২) জাহাঙ্গীর বেপারী পিতা:- আব্বাস বেপারী,নশাসন মৌজা,(১২৩) গিয়াস উদ্দিন বেপারী পিতা:- আব্বাস বেপারী,নশাসন মৌজা,(১২৪) সিরাজ চৌকিদার পিতা:- খলিল চৌকিদার, নশাসন মৌজা, (১২৫) খালেক চৌকিদার পিতা:- খলিল চকিদার,নশাসন মৌজা,(১২৬) আসোব আলী মাদবর পিতা:- ছাবো মাদবর,নশাসন মৌজা,(১২৭)আবু কালাম মাদবর পিতা:-হামিদ উদ্দিন মাতবর,নশাসন মৌজা,(১২৮) কাদির মুন্সী পিতা:- আরশেদ মুন্সি, নশাসন মৌজা ।
স্থানীয়রা আরো বলেন যে আমরা দুর্নীতির মাধ্যমে টাকার সুবিধা চাই না আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে জোরালো দাবি জানাই শরীয়তপুর জেলা প্রশাসক সার নিজে সরজমিন এ নিরপেক্ষ তদন্ত করে সঠিক ব্যবস্থা নেক,ও সরকারের শত শত কোটি টাকা রক্ষা পায় ।
এ বিষয়ে এডিসি রেভিনিউ কে মুঠোফোনে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি ।