ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
বাঘায় সৎ ভাইয়ের হাতে হত্যা হলো সাদেক আলী সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ ঠাকুরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পার্টি অফিস দখল আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ ৪০ জন আহত, বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও লোটপাট। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই প্রথমবারের মতো আজ নিজ জেলা চট্টগ্রামে আসলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের মাথায় বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত কর্নেল সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ বলে বিতর্কের মুখে বিজেপি মন্ত্রী কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, নেই প্রধান উপদেষ্টার নাম আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি ঢাবির ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

না‌জিরপু‌রে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার কর‌ছেন কৃষকরা

নিজস্ব প্রতি‌নি‌ধিঃ
  • আপডেট টাইম : ১২:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১৮৩ ১৫০০০.০ বার পাঠক

পাটের আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজে ব্যস্ত কৃষকেরা।

আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় এ বছরও পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে সোনালি আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। ত‌বে লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ হয়‌নি এবছর । পাটের দাম কম হওয়ায় কৃষকেরা প‌ড়ে‌ছে বিপা‌কে।

এ‌দি‌কে কৃষকেরা এখন পাট কাটা, পানিতে ডোবানো ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে পাট থেকে আঁশ ছাড়ানোর পর শুকিয়ে বাজারে বিক্রি করছেন।

গত বছর পাটের দাম কিছুটা ভালো হ‌ওয়ায়। ‌সেই আশায় এ বছরও কৃষ‌কেরা জমিতে পাটের আবাদ করেন এই উপজেলার কৃষকেরা।

তবে এ বছর বৃষ্টি কম হয়েছে। বৃষ্টি বেশি হলে পাটের মান আরও ভালো হতো গাছ মোটাতাজা হত। এতে আঁশ ও বে‌শি পাওয়া যেত, কৃষকেরা দামও ভালো পেতেন। এমনটাই জানালেন চরমা‌টিভাঙ্গা গ্রা‌মের ‌কৃষক মোঃ দুলাল শেখ।

তিনি আ‌রো বলেন, বর্তমানে বাজারে পাট ১৮০০টাকা থেকে ২০০০ হাজার টাকা প্রতি মণ দরে বিক্রি হচ্ছে। গত বছ‌রের চে‌য়ে এ বছর দাম তুলনামূলক কম, আ‌মি আ‌গের বছ‌রের চে‌য়ে এবছর প্রায় দেড় একর বেশি জ‌মি‌তে চাষাবাদ ক‌রেছি।

একই গ্রামের ইকবাল শেখ বলেন, বিঘাপ্রতি হালচাষ, সার-বীজ, সেচ-নিড়ানি, পাট কাটা, ধোয়া শুকানোয় ব্যয় ৭-৮ হাজার টাকা। প্রতি বিঘায় পাট পাওয়া যাচ্ছে ১০-১২ মণ। ২০০০ হাজার টাকা মণ দরে বিক্রি করলে প্রায় ২৪০০০হাজার টাকা পাওয়া যায়। এতে খরচ বাদে বিঘাপ্রতি ১৬-১৮হাজার টাকা লাভ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাতু‌ন্নেছা এশা বলেন,নাজিরপুরে ১৪১৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।উৎপাদন লক্ষ মাত্রা ৩৮০০ মেট্রিকটন। আমরা আশা করি কাঙ্ক্ষিত লক্ষমাত্রায় আমরা পৌঁছাতে পারব।তবে এবছর পাটের দাম তুলনামূলক কম হওয়ায় চাষিরা কিছুটা হতাশ। তবে সামনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় চাষিরা ধৈর্য ধরে পাট সংরক্ষণ করলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা আছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

না‌জিরপু‌রে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার কর‌ছেন কৃষকরা

আপডেট টাইম : ১২:৫৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

পাটের আঁশ ছাড়ানো ও রোদে শুকানোর কাজে ব্যস্ত কৃষকেরা।

আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় এ বছরও পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে সোনালি আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। ত‌বে লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ হয়‌নি এবছর । পাটের দাম কম হওয়ায় কৃষকেরা প‌ড়ে‌ছে বিপা‌কে।

এ‌দি‌কে কৃষকেরা এখন পাট কাটা, পানিতে ডোবানো ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে পাট থেকে আঁশ ছাড়ানোর পর শুকিয়ে বাজারে বিক্রি করছেন।

গত বছর পাটের দাম কিছুটা ভালো হ‌ওয়ায়। ‌সেই আশায় এ বছরও কৃষ‌কেরা জমিতে পাটের আবাদ করেন এই উপজেলার কৃষকেরা।

তবে এ বছর বৃষ্টি কম হয়েছে। বৃষ্টি বেশি হলে পাটের মান আরও ভালো হতো গাছ মোটাতাজা হত। এতে আঁশ ও বে‌শি পাওয়া যেত, কৃষকেরা দামও ভালো পেতেন। এমনটাই জানালেন চরমা‌টিভাঙ্গা গ্রা‌মের ‌কৃষক মোঃ দুলাল শেখ।

তিনি আ‌রো বলেন, বর্তমানে বাজারে পাট ১৮০০টাকা থেকে ২০০০ হাজার টাকা প্রতি মণ দরে বিক্রি হচ্ছে। গত বছ‌রের চে‌য়ে এ বছর দাম তুলনামূলক কম, আ‌মি আ‌গের বছ‌রের চে‌য়ে এবছর প্রায় দেড় একর বেশি জ‌মি‌তে চাষাবাদ ক‌রেছি।

একই গ্রামের ইকবাল শেখ বলেন, বিঘাপ্রতি হালচাষ, সার-বীজ, সেচ-নিড়ানি, পাট কাটা, ধোয়া শুকানোয় ব্যয় ৭-৮ হাজার টাকা। প্রতি বিঘায় পাট পাওয়া যাচ্ছে ১০-১২ মণ। ২০০০ হাজার টাকা মণ দরে বিক্রি করলে প্রায় ২৪০০০হাজার টাকা পাওয়া যায়। এতে খরচ বাদে বিঘাপ্রতি ১৬-১৮হাজার টাকা লাভ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাতু‌ন্নেছা এশা বলেন,নাজিরপুরে ১৪১৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।উৎপাদন লক্ষ মাত্রা ৩৮০০ মেট্রিকটন। আমরা আশা করি কাঙ্ক্ষিত লক্ষমাত্রায় আমরা পৌঁছাতে পারব।তবে এবছর পাটের দাম তুলনামূলক কম হওয়ায় চাষিরা কিছুটা হতাশ। তবে সামনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় চাষিরা ধৈর্য ধরে পাট সংরক্ষণ করলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা আছে।