গোবিন্দগঞ্জে ৫ সাংবাদিককে মারপিটের ঘটনায় আসামী গ্রেফতারের দাবীতে সাংবাদিকেদর কলম বিরতি
- আপডেট টাইম : ০৯:৩৩:১০ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০২৩
- / ১৭৫ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিবপুর ইউনিয়নে শোলাগাড়ী আলিম মাদ্রাসার অনিয়ম দুনীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৫ সাংবাদিককে মারপিটের প্রতিবাদে আজ রোববার কলম বিরতি ও কর্মসুচী পালন করেছে সাংবাদিকরা।
অভিযোগ সুত্রে জানা যায়, শোলাগাড়ী আলিম মাদ্রাসার কতিথ কৃষি বিষয়ক অধ্যক্ষ মিনহাজ উদ্দিন কোন এক অদৃশ্য কালো ক্ষমতার বলে নিজেকে ঐ প্রতিষ্ঠানের সুপার জাহির করে চেয়ারে বসে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য এবং ঐ মাদ্রাসার নৈশ্য প্রহরি দীর্ঘদিন ধরে জেল হাজতে রয়েছে।অথচ দৈনিক হাজিরা খাতায় নৈশ্য প্রহরির স্বাক্ষর জাল করে বেতন উত্তেলন করে আত্মসাৎ করেছেন।
গত ৩ জুলাই বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থেকে কর্তব্যরত সাংবাদিকগন শোলাগাড়ী আলীম মাদ্রাসার দুনীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে তিনি সাংবাদিকদের তথ্য দিতে গড়িমসি করে।এবং সময় ঐ মাদ্রাসা কথিত অধ্যক্ষ মিনহাজ উদ্দিন সহ তার লোকজন নিয়ে ক্ষুদ্ধ হয়ে সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এতে আহত হন সাংবাদিক শাহিন আলম,আবু তারেক ,মশিউর রহমান বাবু,ফরহাদ হোসেন ও জোবায়েদুর রহমান আহত হন । তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরদিন ৪ জুলাই গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ শুধু মাত্র ১ জন আসামীকে গ্রেফতার করলেও অন্যদের গ্রেফতারের বিষয়ে উদাসীন ।
এ প্রেক্ষিতে আজ ১৩ই আগস্ট রোববার দুপুরে গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে গোবিন্দগঞ্জের সকল সাংবাদিক বৃন্দ থানা চারমাথা মোড়ে কলম বিরতি এবং ঘন্টাব্যাপী ঢাকা রংপুর মহাড়ক অবরোধ করে কর্মসুচী পালন করে ।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জিবু রায়,সাংবাদিক ডিপটি প্রধান,উজ্জল হক প্রধান,রকিফুল ইসলাম রফিক,মাহমুদ খান,জিল্লুর রহমান,মোয়াজ্জেম হোসেন,সাজেদুর রহমান সাজু সহ অন্যরা । বক্তারা বলেন ,মামলার দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ মূল আসামীসহ অন্যদের গ্রেফতার করছে না । আগামী ১৬ ই আগস্ট বুধবার এর মধ্য আমরা অবিলম্বে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানাচ্ছি।তানাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে। এসময় ঢাকা-রংপুর মহাড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।