ভরদুপুরে দিল্লি র এমস হাসপাতালে অগ্নিসংযোগ। ঘটনার স্থলে দমকল বাহিনী
- আপডেট টাইম : ০৫:৫১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ৯৪ ৫০০০.০ বার পাঠক
ভারতের রাজধানী দিল্লি র বিলাসবহুল এমস হাসপাতালে ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে র ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কারো মৃত্যু হয়নি। ঘটনার স্থলে ছুটে আসে ১২,দমকল, বাহিনী র সদস্যরা। এই ঘটনা কি ভাবে ঘটছে তার জন্য তদন্ত শুরু হয়েছে। কারণ দিল্লি র এই এমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে প্রায় শতাধিক মানুষ। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রোগিরা নিরাপদে আছেন। ঘটনার স্থলে ছুটে আসেন দিল্লি র বিশাল পুলিশ বাহিনী। ঘটনার স্থলে ছুটে আসেন দিল্লি র সরকারের কর্মকর্তারা। প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব খবর নেন ঘটনার। তবে কি কারণে এমন একটি ঘটনা ঘটেছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা । এই এমস হাসপাতাল টি তৈরি করা হয় ২০১৯,সালে। এই এমস হাসপাতালে ভর্তি হতে আসে ভারতের বিভিন্ন স্থানে র মানুষ ও ভারতের বাইরে র লোকজন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনী র সদস্যরা।।