উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী

- আপডেট টাইম : ০৬:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৬০ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চলতি মাসের প্রথম দুই সপ্তাহে বছরের সর্বোচ্চ এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে , ডেঙ্গু সংক্রমণের স্বাভাবিক গতি-প্রকৃতি অনুসারে আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার কথা থাকলেও উল্টো বাড়ছে। থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুর বিস্তার ঘটেছে।
এদিকে নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত সপ্তাহে নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে অনেকেই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
চলতি সপ্তাহেও ভর্তি হয়েছেন রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী।হাসপাতালের সিট সংখ্যা সীমিত হওয়ায় হাসপাতালে ঠাঁই হচ্ছেনা সকলের। এদের মাঝে বাধ্য হয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেকের।