বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের জায়গা দখল করেছে পাঙ্গাস মাছ
- আপডেট টাইম : ০৪:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ৬৩৫ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের জায়গা দখল করেছে পাঙ্গাস মাছ, এমন একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটু নাড়াচাড়া দিয়ে, জানার আগ্রহ জাগলো, ইলিশ মাছের বিষয় মানুষের আক্ষেপের কথা।
বিষয়টি ছিল এটি-
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের জায়গা দখল করেছে পাঙ্গাস মাছ। ইলিশ মাছ এখন এক হাজার টাকার নিচে পাওয়া যায়না, ১০০০ টাকার নিচে যে মাছগুলো রয়েছে, সেটি জাটকা ইলিশ।
দিন আনে দিন খায় এমন মানুষগুলোর কাছে ইলিশ এখন আকাশ কুসুম, ইলিশ নিয়ে শুরু হয়েছে জনমনে সংশয়, ইলিশ কে তো আর, বাজার থেকে কিনে কোন খাবার খাওয়াতে হয় না, তবে কেন ইলিশের বাজার হবে আকাশচুম্বী, দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের এই ইলিশ নিয়ে রয়েছে নানানবিদ প্রশ্ন।
কেউ কেউ বলছেন, ইলিশ খেতে হলে, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, এমপি, মন্ত্রী হতে হবে, নইলে চোর ডাকাত খুনি সন্ত্রাসী লুটেরা, কিংবা দুর্নীতিবাজ হতে হবে, নইলে ভাগ্যে আর জুটবে না!
ইলিশ তাদের পাতে উঠে, ইলিশ নিয়ে দুঃখের কথা বর্ণনা করতে গিয়ে, আমাদের আমাদের সমাজের হতদরি তোর কিছু মানুষের এমনই বক্তব্য,
যে বক্তব্যগুলো শুনে বুকটা যেন কেউ চেপে ধরেছে এমনটি মনে হয়েছিল,
তাই লিখতে বাধ্য হয়েছি।
এমনটি লেখার পারে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য করে।
সেটি নিম্নে দেয়া হলো।
১-আসলেই ইলিশ কিনে খেতে পারাটা বিশাল এক ভাগ্যের ব্যাপার, আমাদের দেশের বেশি সংখ্যক মানুষ ই ইলিশ কিনে খেতে পারে না,
২-সরকারের কাছে অনুরোধ পাঙ্গাস মাছ কে জাতীয় মাছ করার জোর দাবি জানাচ্ছি।
৩-ইংলিশ মাছের পেছনে সরকার এবং মানুষের কোন খরচ করতে হয় না তারপরেও দাম বেশি কেন?
৪-পাঙ্গাস মাছকে জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিৎ
৫-দাদা ঠাকুরদের জন্য কিছু উপহার পাঠাতে হয় একারণে দামটা একটু বেশি,সমস্যা কোথায় পাঙ্গাশ তো খুব🤭🤭🤭 ভালোই লাগে
৬-উন্নত এই দেশে দাশ হিসেবে কিছূ নিম্ন শ্রেণী দরকার। এরা কি খেল না খেল সেটা নিয়ে করো ভাবার সময় কই?
৭-ইলিশ মাছ পুকুরে চাষ হয় না ফিট খায় না এটার দাম যে কেন এত বেশি হয় এ প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারে না কিভাবে দিবে জেলেরা মাছ ধরতে গেলে কত টাকা চাঁদা দিতে হয় এই খবরটাই বা আমরা কে কয়জনে রাখতে পারি এসে যে বড় বড় বাড়ে জুয়া খেলে অথচ একটি জেলে ভালো একটি কাপড় কিনে পড়তে পারেনা
৮-ঠিকই বলেছেন ভাই,,, ইলিশ মাছ তো ইন্ডিয়ার মানুষের পেটে যায় 😔😔
৯-পাঙ্গাস মাছকে জাতীয় মাছ করলে এই মাছের দামও লাগাম ছাড়া হয়ে যাবে।
এমনিতেই নদীর পাঙ্গাস মাছ কিনতে গেলে হাজার ১২০০ টাকা কেজি।
চাষ করা মাছের কেজিও ২০০ থেকে ২৮০ টাকা কেজি।
১০-এবার না জানি পাংগাস চাষিরা ক্ষিপ্ত হয়ে উঠে!!! তাহলে আমাদের কপালে পাংগাস ও জুটবেনা।। থাক ভাই আমাদের ইলিশ লাগবেনা.. তাও পাংগাস চাষিদেরকে ক্ষেপাইয়েন না…
১১-ইলিশ এক্সপোর্ট নিষিদ্ধ। আর মাছ ডাকে বিক্রি হয়। মূলতঃ ক্রেতাই দাম বাড়ায়। জেলেদের না পুষলে বিক্রি করে না।
আর ইলিশ ধরতে তেল লাগে, নদীর জেলেদের ৫০০০০-১০০০০০ লাখ টাকা খরচ হয়। ৩/৪ দিনে ৫/৭ জনের। সাগরের জেলেদের ২০০০০০ -২৫০০০০ টাকা খরচ হয় ৮/১২ দিনে, ১৫-২০ জনের। কিন্তু সবসময় যে তারা পর্যাপ্ত মাছ পায় তাও না। নদীর নৈকাগুলো তৈরী করতে ৮লাখ -১০ লাখ খরচ হয়। সাগরের বোট ১-১.২ কোটি খরচ হয়। প্রতিব বছর অভিযান থাকে ৪/৫ মাস। সবমিলিয়ে জেলেরা ইলিশ নিয়ে লাভবান নয়। ২/৪ জন বাদে।
১২-আপনার ইচ্ছা মত লেখেন। লিখতে লিখতে তিতা হয়ে যাবে কিন্তু দাম কমবে না। কারন দাদা ঔষধ।
১৩-ওয়াহিদ সাহেব আমি একজন অবসরপ্রাপ্ত বৃদ্ধ মানুষ। নিজেই বাজার করি। মাছের বাজারে যেয়ে ইলিশ মাছের দাম ও জিজ্ঞেস করিনা।
১৪-ইলিশ মাছ এখন ধনাঢ্য ব্যবসায়ী এবং ঘুসখোর দুর্নিতিবাজ দের খাবার।
গরীব এবং সৎ মানুষেরা এখন ইলিশ মাছ কিনতে পারে না।
১৫-ইলিশ তো আর পুটি বা পাঙাশ না যে পুকুরে বা বিলে অথবা নদিতে পাওয়া যাবে, যে পরিমাণ সাগরে ইলিশ মাছ পাওয়া যায় তার খরচ তুলতেই ইলিশের দাম বেড়ে যায়, তার উপর আল্লার রহমতে সিন্ডিকেটও আছে।
এধরনে আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো চোখ রাখুন দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা