মিয়ানমারে অভ্যুত্থানকারী দুই নেতাকে যুক্তরাষ্ট্রের শাস্তি
- আপডেট টাইম : ০৭:১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ৩০৪ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
মিয়ানমারে অভ্যুত্থানকারী দুই নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্র বলেছে, তারা মিয়ানমারের নতুন প্রশাসনের জেনারেল মাউং মাউং কিউ যিনি দেশটির বিমান বাহিনীর প্রধান এবং লেফটেনেট জেনারেল মোয়ে মিন্ট টুনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জান্তা সরকারের এই দুই নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন সম্পত্তিতে অবরুদ্ধ এবং দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন মিয়ানমারের আগের নাম বার্মা উল্লেখ করে বলেছেন, যারা জনগণের ইচ্ছার ওপর সহিংসতা এবং দমন চালাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দ্বিধাবোধ করবো না।এক বিবৃতিতে তিনি আরও বলেছেন, শান্তিপূর্ণ মিছিলে সকল ধরনের হামলা বন্ধ রাখতে আমরা সেনাবাহিনী এবং পুলিশকে আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে সকল আটকদের যেন ছেড়ে দেয় এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ব্যবস্থা ফিরে দেয়।
এদিকে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা। এনডিটিভি