বরিশাল সদরের আমানতগঞ্জ এলাকায়-ভাবিকে অর্ধ-উলঙ্গ করে মারধরের অভিযোগ দেবরের বিরুদ্ধে
- আপডেট টাইম : ০৫:০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৩৮ ৫০০০.০ বার পাঠক
বরিশাল নগরীর বেলতলা সংলগ্ন উত্তর আমানতগঞ্জ এলাকায় বিধবা ভাবীকে অর্ধ-উলঙ্গ করে পেটানোর ঘটনায় দেবর রিয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিধবা ভাবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং এমপি ৮৭/২৩।
মামলার নথি সূত্রে জানা যায়, জমি বিরোধের জের ধরে বিধবা দেলোয়ারা বেগমের বাসার সামনে মলমূত্র ও দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেলে রাখে দেবর রিয়াজ উদ্দিন সিকদার ও তার স্ত্রী মরিয়ম বেগম পপি। স্বামী-স্ত্রীর এমন কাজের প্রতিবাদ করেন বিধবা দেলোয়ারা। এতে ক্ষিপ্ত হয়ে ওই বিধবার ঘরে প্রবেশ করে তাকে লোহার রড ও দরজার লাট দিয়ে পেটানো হয়। রিয়াজউ দ্দিন প্রথমে লোহার রড দিয়ে বিধবাকে পেটায়। পালাক্রমে এসে রিয়াজ উদ্দিনের স্ত্রী পপিও তাকে ঘরের দরজার লাট দিয়ে পিটিয়ে তাকে অর্ধ-উলঙ্গ করে ফেলা হয়। একপর্যায়ে লোভী স্বামী-স্ত্রী বিধবার গলায় থাকা একভরি ওজনের একটি স্বর্নের চেইন ও ঘরের আলমারির ড্রয়ারে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায়। এমনকি এসব বিষয়ে আইনের আশ্রয় নিলে বিধবা দেলোয়ারা ও তার ছেলেদের ওপর এসিড নিক্ষেপ করে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা ওই বিধবাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দেলোয়ারা বেগম উত্তর আমানতগঞ্জ এলাকার মৃত জামাল উদ্দিন আহমেদের স্ত্রী।
এ বিষয়ে কথা হলে বিধবা দেলোয়ারা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার ওপর হামলার ঘটনায় ন্যায় বিচার চাই। যেকারণে আদালতের দ্বারস্থ হয়েছি।
বাদীর আইনজীবী নুরুল হক দুলাল বলেন, গত রবিবার হামলার ঘটনায় বিধবা দেলোয়ারা বেগম নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। আশা করছি আমরা ন্যায় বিচার পাবো।