মোংলায় গরু অনেক: খাদ্যের দাম বাড়ায় গরুর দাম বেশি
- আপডেট টাইম : ০১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৪৮ ৫০০০.০ বার পাঠক
মোংলার পৌর ও চটেরহাটসহ পশুর হাটগুলোতে এবার দেশি গরুর আমদানি বেশি। হাটে ভারতের গরু আমদানি নেই। ফলে দেশি ছোট-বড় গরুর দাম ও চাহিদা দুটোই বেড়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকালে চটেরহাট, মোল্লার হাট ও পৌর হাটে সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাটে অনেক গরু। দূর-দূরান্ত থেকে খামারিরা নসিমন, করিমনে করে হাটে গরু নিয়ে এসেছেন। মোংলা পোর্ট পৌরসভা কুরবানির পশুর হাট থেকে আফজাল হোসেন বলেন, লবণাক্ত এ এলাকায় ঘাস ও খড় না থাকায় বিকল্প খাবার কিনে খাওয়াতে হচ্ছে গরুকে। হাটের নিরাপত্তাও ভালো। কেউ যাতে জাল টাকা না দিতে পারে এখানে মেশিন এর ব্যবস্থা করা হয়েছে। খাবারের দাম বাড়ায় বাইরের খাবার খাওয়াতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে খামারিদের। গরু খামারি নাসির হাওলাদার, রেকসোনা বেগম ও উত্তর চাঁদপাই এলাকার মোকলেছুর রহমান জানান, এ বছর দেশে গরু ও ছাগলের দাম বেশি। এ বিষয়ে মৎস্য সমিতির সভাপতি আফজাল ফরাজির কাছে জানতে চাইলে তিনি জানান, সবচেয়ে বেশি চাহিদা দেশি ছোট গরুর। প্রতি মণ ৩০ থেকে ৩১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত বছরের চেয়ে মণে ৫-৬ হাজার টাকা বেশি। এখানে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে সে বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন।
হাটে গরু বিক্রেতা নাসির হাওলাদার বলেন, এবার গরু আমদানি বেশি হলেও দাম বেশি হওয়ায় বেচাকেনা তেমন জমে উঠেনি। তিনি এবার ১০টি গরু হাটে উঠালেও এখন পর্যন্ত ০৯টি গরু বিক্রি করেছেন।