লামায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
- আপডেট টাইম : ১০:১৬:০৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৪১ ৫০০০.০ বার পাঠক
লামায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণন হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় লামা টাউন হলে লামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এসময় উদ্বোধক ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লামা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়াসহ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বমর্ণসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রসংগত, লামা উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/ ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৮০০ জন কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তুিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এবারে লামা পৌরসভা ও ৫টি ইউনিয়ন প্রতিজন কৃষককে সর্বোচ্চ ১বিঘা (৩৩ শতক) জমিতে রোপা আমন চাষের জন্য উফশী বীজ (ধান) ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়। এবারে ১টি পোরসভা ৫টি ইউনিয়নে বিতরণ করা হয়। পরবর্তীতে আরও ৩টি ইউনিয়নে বিতরণ করা হবে।