হোমনায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন
- আপডেট টাইম : ০৮:৩১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৪৭ ৫০০০.০ বার পাঠক
: কুমিল্লার হোমনায় ৭১ টিভি,বাংলা নিউজ ও মানবজমিন এর জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার অপরাধীদের দ্রুত বিচার চেয়ে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ এ জুন) সকাল ১১ টায় হোমনা প্রেসক্লাবের সাংবাদিকরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন।
গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রত্রিকার হোমনা প্রতিনিধি আব্দুল হক সরকার, কুমিল্লা নিউজ ২৪ টিভির হোমনা প্রতিনিধি কবি দেলোয়ার, দৈনিক সমকাল প্রত্রিকার প্রতিনিধি মো: সজল, সংবাদ সারাবেলা হোমনা প্রতিনিধি মো: তপন সরকার, দৈনিক ডেল্টা টাইমস হোমনা প্রতিনিধি মো: আল-আমিন শাহেদ,দৈনিক সময়ের কন্ঠ হোমনা প্রতিনিধি মো: আলাউদ্দিন মিয়া, দৈনিক গন জাগরণ হোমনা প্রতিনিধি মো: মনিরুজ্জামান, দৈনিক সরজমিন হোমনা প্রতিনিধি মো: হাসান,দৈনিক স্বদেশ প্রতিদিন হোমনা প্রতিনিধি মো: রাসেল আহমেদ প্রমূখ।
বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান সহ সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে যেন কোনো দুশ্চরিত্রের লোক কোনো সাংবাদিকদের উপর হামলা দিতে সাহস না পায়। নাদিম হত্যার দ্রুত বিচার করতে হবে।