রাজশাহীর বাঘায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- আপডেট টাইম : ১০:০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ৩৪৬ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী প্রতিনিধি।।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানববন্ধন, ঝড়ু মিছিল ও বিক্ষোভ করেছে বাঘা উপজেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা-অশালীন ও ষড়যন্ত্র মূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে আজ শনিবার সকালে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা চাঁদকে অবাঞ্চিত ঘোষনা করে তাকে কুলাঙ্গার আখ্যা দেওয়া হয়। বাঘায় চাঁদকে যারা সমর্থন দিবে তাদের প্রতিও হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা। তাঁরা বলেন, ‘গত সাংসদ নির্বাচনে মনোনয়ন উত্তোলন করলেও মামলা সংক্রান্ত তথ্য গোপনের দায়ে এই সন্ত্রাসীর মনোনয়ন বাতিল হয়’। চাঁদের বিরুদ্ধে বর্তমানে ২০ টির অধিক মামলাসহ অসংখ্য জিডি রয়েছে চারঘাট থানায়। তিনি ২০১৪ সালে ট্রেনের লাইনচ্যুত করা থেকে শুরু করে গাড়ি পুড়ানো, নিজ ওয়ার্ডে নির্বাচনের মাঠ দখল, বোমা হামলা, ককটেল নিক্ষেপ, হত্যা, জঙ্গী প্রশ্রয় ও সন্ত্রাসী কর্মকান্ডসহ ২৭ জন নিরিহ বেকার যুবককে চাকরি দেয়ার নামে টাকা আত্মসাৎ করেন বলে উল্লেখ করেন বক্তারা।
সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি চারঘাট পৌর নির্বাচনকে সামনে রেখে চারঘাট বাজারে পোষ্টার টাঙ্গানোর ঘটনাকে কেন্দ্র করে তার লোকজন নিয়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উপর হামলা করেন এই নেতা। এ ঘটনায় চারঘাট বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ব্যবসায়ীসহ পথচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ মামলায় গত দু’দিন আগে জামিন নিয়ে রাজশাহী নগরীর ভুবন মহন পার্কে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করেন আবু সাঈদ চাঁদ। এতে ফুঁসে উঠে বাঘা উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠন। তারা আজ শনিবার সকাল ১১ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। এর আগে রাস্তায় আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকাদাহ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন ও মজিবুর রহমান, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, স্বেচ্ছাসেবকলীগের রাজশাহী জেলা সভাপতি রোকনুজ্জামন, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।