ইউপি চেয়ারম্যানের চাউল কলে ডাকাতি : দুই লাখ টাকা লুট

- আপডেট টাইম : ০৪:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৮২ ১৫০.০০০ বার পাঠক
নওগাঁর মহাদেবপুরে একটি চাউল কলে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ দুই লক্ষ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সোমবার (২৯ মে) ভোর রাত ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক পাকা সড়কের পাশে বাগাচারা নামক স্থানে আপন চিন্তা অটোমেটিক চাউল কলে এই ডাকাতি সংঘটিত হয়।
ওই চাউল কলের মালিক ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র জানান, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল ডাকাত তার চাউল কলের পিছন দিকের প্রাচীর টপকে ভীতরে ঢোকে। তারা মিলের ফোরম্যান ফারুক হোসেন, ম্যানেজার বৈদ্যনাথ চন্দ্র, হামিদুর রহমান ও কয়েকজন পাহারাদারকে বেঁধে রেখে বেদম মারপিট করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে ফোরম্যানের কাছ থেকে স্টীল আলমিরার চাবি নিয়ে সেখান থেকে নগদ দুই লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। ডাকাতির সাথে জড়িতদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।#