দীর্ঘদিন পর প্রকাশ্যে কিমের স্ত্রী
- আপডেট টাইম : ০৮:৩৭:৪৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
- / ২৮৬ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় মিডিয়ায় দেখা গেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্ত্রী রি সোল জিউকে।
দেশটির সবচেয়ে বড় উৎসবের একটি কনসার্টে স্বামীর সঙ্গে তাকে দেখা গেছে। বিবিসি ও আলজাজিরা এমন খবর দিয়েছে।
বুধবার সরকারি পত্রিকা রোডোং সিনমুন এই দম্পতির একটি ছবি প্রকাশ করেছে।
গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানগুলোতে প্রায়ই স্বামীর পাশে দেখা যায় রি সোলকে। কিন্তু গত বছরের জানুয়ারির পর তাকে আর দেখা যায়নি।
তখন নববর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানে কিমের পাশে ছিলেন তিনি। তবে এক বছর জনসমক্ষের বাইরে থাকায় রি সোলের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল।
গর্ভবতী হওয়ার সম্ভাবনার জল্পনাও করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা মঙ্গলবার বলেছে, করোনাভাইরাসের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে রি সোলকে বাইরের কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছিল। তবে তিনি তার সন্তানদের সময় দিয়েছেন।
তাদের তিনটি সন্তান রয়েছে বলে ধারণা করা হলেও তাদের সম্পর্কে খুব একটা জানা সম্ভব হয়নি।