নওগাঁর মহাদেবপুরে আভ্যন্তরীণ বোরো ধান,চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- আপডেট টাইম : ০৫:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৪৩ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর মহাদেবপুরে বুধবার ১০ মে সকাল সাড়ে ১০ টায় মহাদেবপুর সদর খাদ্য গুদামে আভ্যন্তরীণ বোরো ধান,চাল ও গম সংগ্রহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, মহাদেবপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম,খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ,মহাদেবপুর উপজেলা চাউল কল মালিক গুপের সভাপতি বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক তরফদার, বিশিষ্ট চাল ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জব্বার ও শাহিনুর ইসলাম প্রমুখ।
এবার মহাদেপুর উপজেলায় ২৩৮২ মেট্রিক টন ধান,২৬৮৩৮ মেঃটন চাল ও ১০৭ মেঃটন গম ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ক্রয়ের কার্যক্রম চলবে। উদ্বোধনী দিনে কফিল এগ্রো ও মের্সাস রুহুল আমিন টের্ডাসের ২০০ মেঃটন চাল ক্রয করা হয়। ###